


৪৮ ঘণ্টা পরেই বাংলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস,
মহাষ্টমীর সকালে ঝলঝলে রোদ। গত কয়েকদিন ধরেই বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হয়নি সাধারণ মানুষকে। বরং দিনের বেলায় চড়া রোদে অস্বস্তি অনুভূত হয়েছে।

ষষ্ঠী-সপ্তমী বৃষ্টিহীন থাকলেও অষ্টমীর কলকাতা শুকনো থাকছে না। মঙ্গলবার দুপুরে কলকাতার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুপুর ১২টা থেকে এই বৃষ্টিপাত চলতে পারে পরবর্তী ২-৩ ঘণ্টা পর্যন্ত। তুলনায় বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ কলকাতায়।

হাওয়া অফিস জানিয়েছে, গরমের অস্বস্তি আর কয়েক ঘণ্টায় কেটে যাবে। দশমী থেকে রাজ্যের আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার, অর্থাৎ অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর আগেই তা পরিণত হবে নিম্নচাপ অঞ্চলে। এর জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলিতে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। জারি রয়েছে হলুদ সর্তকতা।

শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।

অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।