weather report : বঙ্গে ফের নামল পারদ,চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

0
615

দেশের সময় ওয়েবডেস্কঃ ঘন কুয়াশার চাদরে ঢেকে শহর। মাঘ পড়তেই তাপমাত্রা কমল ৩ ডিগ্রি, চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷

গতকাল অর্থাৎ রবিবার মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গায় ডুব দিয়ে স্নান সেরেছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। তবে হাড়কাঁপানো শীত নয়, বরং এই বছর কার্যত উষ্ণ মকর সংক্রান্তি প্রত্যক্ষ করেছেন মানুষজন। কিন্তু মাঘ মাস পড়তেই ফের তাপমাত্রা নামতে শুরু করল দক্ষিণবঙ্গে। আরও নামবে পারদ, জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ৷

সোমবার ভোর থেকেই মেঘলা আকাশ। সেই সঙ্গে হালকা শীতের আমেজ। পৌষ সংক্রান্তির পর তাপমাত্রার পারদ খানিকটা নামলেও, গত সপ্তাহের মতো জাঁকিয়ে ঠান্ডার আমেজ একেবারেই নেই। 

গত কয়েকদিনের মতোই সোমবার ভোরেও কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। কিন্তু কুয়াশা থাকলেও সোমবার একধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি। এদিন ভোরে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, সোম ও মঙ্গলবার ঠান্ডার আমেজ অনুভূত হবে। তবে বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মাঘ পড়তেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে আগামী দুদিন ধরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা রয়েছে। কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার দেখা মিলবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় সোমবার হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার পারদ নেমেছে ফের। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। যার জেরে দৃশ্যমানতা কমবে অনেকটাই। আজ ও আগামিকাল হালকা শীত থাকলেও, বুধবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে। 

মঙ্গলবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন দার্জিলিং ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তাপমাত্রা নামলেও জাঁকিয়ে ঠান্ডা নেই কেন? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যেই একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। নতুন করে পরপর দুটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি বুধবার ও আরেকটি শুক্রবার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে থাকা উচ্চচাপ বলয় থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে।এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যে কারণে গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে। সপ্তাহের শুরুর দুদিন তাপমাত্রা সামান্য কমলেও তারপর ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleBiswajit Das: মাত্র ‘৪৮ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান’, ‘দিদির দূত’ কর্মসূচিতে গিয়ে আশ্বাস দিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here