দেশেরসময় ওয়েবডেস্কঃ নভেম্বরের শেষ সপ্তাহে রীতিমতো ভরপুর শীতের আমেজে মজে বাঙালি। শনিবারের বেশ খানিকটা পারদ-পতন হয়েছিল। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন গ্রাম থেকে মফস্বল। শহরের বাতাসেও শিরশিরানি ভাব। শনিবারের তুলনায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, শীতের আমেজ ছড়িয়ে শহর থেকে শহরতলি পর্যন্ত। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। রাজ্যে অবাধে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে, যা স্বাভাবিকের থেকেও কম। এর ফলে শীতের আমেজ আরও ৪-৫ দিন বজায় থাকবে।


তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, পারদের এই পতন নিরবিচ্ছিন্নভাবে ঘটছে না। ফলে তাপমাত্রার ওঠাপড়া লেগেই থাকবে অন্তত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।তবে জাঁকিয়ে ঠান্ডা এখন নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কনকনে ঠান্ডার আমেজ পাবে বাঙালি। আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস নেই। দিনভর শুষ্ক আবহাওয়াই থাকবে। 

বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া সহ রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের থেকেও দু-তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। ফলে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাবেন সেখানকার মানুষজন।

উত্তরবঙ্গের ৫টি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী চার পাঁচ দিন রাজ্যের কোথাও এই বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে হিমেল হাওয়ার পরশে নতুন সপ্তাহ শীতপ্রেমী বাঙালির জন্য আনন্দদায়কই হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here