Weather report:তাপপ্রবাহের সতর্কতা জারি জেলায় জেলায়,বৃষ্টি কবে থেকে?

0
396

দেশের সময় ওয়েবডেস্কঃ রোদের তেজে গলদঘর্ম দশা। প্রায়এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহে পুড়ছে বাংলা । গত সপ্তাহে হাওয়া অফিস জানিয়েছিল, বুধ-বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। তারপরেই আশায় বুক বেঁধেছিল বাংলার মানুষ। কিন্তু সপ্তাহের শুরুতেই ফের দুঃসংবাদ দিল আলিপুর । জানাল, চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে জারি থাকবে তাপপ্রবাহ। এমনকী, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম বাড়বে বলে জানা গেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার বিকেলে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিকেলের দিকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

মৌসম ভবন সূত্রে খবর, সোমবার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহ চলবে। একইরকম চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে।

কলকাতাতেও চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। লু তো বইবেই, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে পুরোমাত্রায়। এমনকী, শুক্রবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডও ছুঁয়ে ফেলতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

গরম বাড়বে উত্তরবঙ্গেও। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। দার্জিলিং-এর সমতল অংশ এবং জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এই কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে এবং দক্ষিণবঙ্গের উপকূলের দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৮ শতাংশ।

Previous articleBangaon Incident: বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু
Next articleWorld Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলো ‘দেশের মাটি কল্যাণ মন্দির’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here