দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, মঙ্গলবার থেকে বাংলার বিভিন্ন জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি হবে। তার মধ্য়ে কলকাতাও রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি। আর এর জেরে তাপমাত্রা চড়তে পারে।
মঙ্গলবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
সোমবার আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি। বর্ধমানে ১৬ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি, ক্যানিংয়ে ছিল ১৪.৬ ডিগ্রি। উত্তরবঙ্গের পাহাড় এবং তরাইয়ে অবশ্য স্বাভাবিক ভাবেই দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডা বেশি রয়েছে। সোমবার রাতের তাপমাত্রা দার্জিলিঙে ৩ ডিগ্রি, কোচবিহারে ৭.৬ ডিগ্রি, কালিম্পঙে ৮ ডিগ্রিতে নেমেছে।
কয়েকদিন আগেও হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। সেখানে এখন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রির কাছাকাছি। কলকাতার তাপমাত্রা তো আরও বেড়েছে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেড়ে মঙ্গলবার সকালে তা পৌঁছে গিয়েছে ১৭ ডিগ্রির কাছাকাছি। সেই সঙ্গে বিক্ষিপ্ত মেঘও রয়েছে আকাশে। জেলার বিভিন্ন প্রান্তে মঙ্গলবারের সকাল ঢেকেছে কুয়াশায়।
আবহবিদেরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার জেরে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
এই পরিস্থিতিতে বছরের শেষে শীত ফিরবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আবহবিদদের অনুমান, চলতি বছরের শেষ দিন থেকেই তাপমাত্রা নামতে পারে। তবে ফের শীতের কাঁপুনি মিলতে পারে নতুন বছরের দু’দিন পেরনোর পরেই। আগামী শনিবার বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কারণে বৃষ্টি হবে। সেখানে দার্জিলিং, কালিম্পং জেলায় আজ বৃষ্টি হবে। ২৯ তারিখে সেখানকার সব জেলাতেই হালকা থেকে মাঝারি হবে। ৩০ তারিখেও বৃষ্টি হবে। তবে তা তিনটি জেলায়। তখন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে ২৯ তারিখে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও ৭২ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে আজ থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা।