Weather Forecast : শীতের আমেজ বাংলায় , ফের বৃষ্টির সম্ভাবনা, কবে থেকে? জানুন

0
563

দেশের সময় ওয়েবডেস্কঃ (West Bengal Weather Update ) আজও সকালে শীতের আমেজ। কলকাতায় (Kolkata Weather) তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে।

আগামীকাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা । সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন। রবি ও সোমবার বৃষ্টির (Rain) সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। একইসঙ্গে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। 

হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামী ২০ তারিখ পর্যন্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) রাতের তাপমাত্রায় তেমন কোনও হেরফের দেখা যাবে না। শুষ্ক থাকবে আবহাওয়ায়ও।

তবে ২১ তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে। ২১ তারিখ হালকা বৃষ্টিও হতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। 
অন্যদিকে আগামিকাল উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ হতে পারে বৃষ্টি। ২০ তারিখ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আর ২১ তারিখ উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই হতে পারে বৃষ্টি। 

জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় (Western disturbence) আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা (Western disturbence) পূর্বদিকে সরলে আবহাওয়ার পরিবর্তন হবে সপ্তাহের (Weekend Weather) শেষে রাজ্যে (West Bengal Weather Update )।

দক্ষিণবঙ্গে (Weather Update) আগামী ৪৮ ঘণ্টায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ঘন কুয়াশা। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা।

Previous articleNarayan Debnath Death: প্রয়াত নারায়ণ দেবনাথ ,চলে গেলেন বাটুল স্রষ্টা,শোকস্তব্ধ বাংলার সাহিত্য ও শিল্পজগত
Next article‘বিজেপি-তে মাছ-মাংসও খাওয়া হয়’‘বিক্ষুব্ধ’ শান্তনুদের পিকনিক নিয়ে যা বললেন দিলীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here