Weather Forecast : বাংলার আকাশে মেঘের ঘনঘটা কলকাতা সহ আর কোথায় বৃষ্টি? জানাল হাওয়া অফিস

0
559

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় বৃষ্টির পূর্বাভাস জারি। আজও শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। পাশাপাশি সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই প্রায় গোটা রাজ্যজুড়ে চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। তারমধ্যে গতকাল দুপুরের পর থেকে কলকাতা, হুগলি , হাওড়া সহ বেশকয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। 

লাগাতার বৃষ্টির জেরে জলও দাঁড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ও ড্যামগুলি থেকে জল ছাড়ার পর খানাকুল, উদয়নারায়ণপুর, আমতা, ঘাটাল সহ বেশকয়েকটি জায়গায় প্লাবন পরিস্থিরি সৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরেই রাজ্যে বৃষ্টি হতে পারে।

এদিকে, বাংলার বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে। নবান্ন সূত্রে খবর, বুধবার মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বন্যা পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের আশ্বাস দেন বলে জানাগিয়েছে।

বুধবারই উদয়নারায়ণপুর ও আমতার প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
 

Previous articleএক নজরে দেখে নিন আজ কেমন যাবে আপনার আর্থিক পরিস্থিতি
Next articleটোকিওতে ‘চক দে’! জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় হকি দল, ৪১ বছর পরে অলিম্পিকে পদক আনলেন মনপ্রীতরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here