Weather Forecast On Vijaya Dashami 2021 : দশমীতে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ উত্তরেও

0
653

দেশের সময় ওযেবডেস্কঃ আজ শুক্রবার বিজয়া দশমী। এদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 

তারমধ্যেও কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বেশিরভাগ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এদিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। তাছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

তবে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে হালকা বৃষ্টি ছাড়া বাকি কোথাও তেমন কোনও বর্ষণের পূর্বাভাস নেই। 
প্রসঙ্গত এবার দুর্গাপুজোয় ষষ্ঠী-সপ্তমী শুকনো থাকলেও অষ্টমী থেকেই বৃষ্টিতে ভিজতে শুরু করে দক্ষিণবঙ্গ। 

Previous articleDurga Puja: কে বলবে এই রাস্তাই লকডাউনে নিস্তব্ধ ছিল? রাত বাড়তেই নবমীতে জনজোয়ার টালা প্রত্যয়ে
Next articleদেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল শ্রীতমা তালুকদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here