Weather Forecast: ভারী থেকে অতিভারী বৃষ্টি আর কতদিন? জানুন আবহাওয়ার পূর্বাভাস

0
565

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাজুড়ে দুর্যোগের আবহাওয়া অব্যাহত।  দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুই ভাগেই প্রবল বৃষ্টি চলছে।  কলকাতা সহ সাত জেলায় ভারী বৃষ্টি চলছে। দমকা হাওয়ার দাপট রয়েছে উপকূলের জেলাগুলিতে। এই অবস্থায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপট রয়েছে বাংলা ও বাংলাদেশ উপকূলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে রয়েছে নিম্নচাপের প্রভাব। সেই কারণে বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে বৃষ্টি চলবে লক্ষীপুজো পর্যন্ত।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশে। ক্রমশ তা উত্তর-পশ্চিমে সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা ,বিদর্ভ ,মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।
 

এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার ও পুবালি হওয়ার সংঘাতে সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। হরিয়ানা চন্ডিগড় রাজস্থান উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। 

এদিকে  বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি পর্যন্ত নীচে নেমেছে। 
 

রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে এই দুর্যোগ নিম্নচাপের বৃষ্টির ফলেই। বর্ষা-বিদায় রেখা বর্তমানে নাগাল্যান্ডের কোহিমা থেকে শিলচর হয়ে কৃষ্ণনগর, বারিপদার উপর দিয়ে নালগোণ্ডা পর্যন্ত বিস্তৃত।

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস
এদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। ২০০  মিলিমিটারের  বেশি বৃষ্টিপাতে র আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে  জলপাইগুড়ি ও  কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। ৪০ কিলোমিটার পর্যন্ত  ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪  পরগনা ও পূর্ব মেদিনীপুরে । 
 

 লক্ষ্মীপুজোর দিন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে  অতিভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্য জেলাতেও। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী ২৪  ঘণ্টায় মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭  ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪১ মিলিমিটার।

Previous articleLakshmi Puja 2021 Financial Horoscope: লাভ- ক্ষতি, আয় – ব্যয়, অর্থনৈতিক দিক দিয়ে কেমন কাটবে আপনার আজকের দিন? জানুন রাশিফল
Next articlePrice Rise: বৃষ্টিতে ধনদেবীর আরাধনায় ছ্যাঁকা বাঙালির , লক্ষ্মীলাভের আরাধনায় ফাঁকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here