Weather Forecast:’হাওয়া বদল’, জাঁকিয়ে শীতের সূচনা! কলকাতার পারদ নামল ১৫ ডিগ্রিতে

0
462

Weather in West Bengal: এক ধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি, বঙ্গের শীত নিয়ে হাওয়া অফিসের জরুরি ঘোষণা

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের আমেজ এলো বাংলায়। কলকাতার তাপমাত্রা শেষমেশ ১৫ ডিগ্রির ঘরে। আগামী কয়েক দিন একইরকম থাকবে পরিস্থিতি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়া, পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা।

রাজ্যে শীতের আমেজ ফিরেছে, যদিও পাকাপাকিভাবে এখনও শীত পড়েনি। । সুখবর দিয়ে হাওয়া অফিস বলছে, পৌষের শুরুতেই শীত উপভোগ করতে পারেন  রাজ্যবাসী।

এবার দোরগোরায় টোকা দিচ্ছে শীত। বড়দিনের আগেই বড় সুখবর, একধাক্কায় নামবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাব কাটতেই বঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। 
 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি নামল।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে।
 

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪-৫দিন  দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই বঙ্গেই  শুষ্ক আবহাওয়া থাকবে,  বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
 

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিনবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে । উত্তর বঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই কমেছে।  আগামী দিন দুয়েকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া  অফিস।

সব  ঠিক থাকলে, চলতি সপ্তাহের শেষ থেকে বা পরের সপ্তাহের প্রথম থেকেই রাজ্যে অনুভূত হবে কনকনে ঠান্ডা।

Previous articleMiss Universe: ২১ বছর পর মিস ইউনিভার্স’-এর মঞ্চে ভারতীয় তনয়া, খেতাব জিতলেন পঞ্জাবের হরনাজ সান্ধু: দেখুন ভিডিও
Next articleNarendra Modi: কাশী বিশ্বনাথ করিডোর উদ্বোধন করলেন মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here