দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাদ্যি, শঙ্খ ধ্বনি, নতুন জামা পুজোর আমেজে মজে গোটা রাজ্য। কিন্তু, শেষ মুহূর্তে কি আনন্দে জল ঢালবে আবহাওয়ার খামখেয়ালিপনা? উঠছে সেই প্রশ্ন।
পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে উপর তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে সপ্তমী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দেশের অধিকাংশ রাজ্যে এই সময়ে বেশ জমিয়ে বৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে দিল্লির মৌসম ভবন নিজেদের ওয়েদার আপডেটে জানিয়েছে আগামী ২-৩ জিনে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং এর পার্শ্ববর্তী রাজ্য থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হতে পারে৷ গত মঙ্গলবার আইএমডি নিজেদের রিপোর্টে জানিয়েছে আগামী ২ দিনের মধ্যে পুদুচেরির আলাদা আলাদা এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
অন্যদিকে আগামী ৪ দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অন্যদিকে ওড়িশায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে৷ আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে ২৯ ও ৩০ অক্টোবর মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷
স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী উত্তর ভারতের সমতল এলাকাতে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের একাধিক এলাকায় আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে ওয়েদার৷
স্কাইমেট ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে৷
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ৷ আকাশ মূলত মেঘলা থাকবে ৷
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
১ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মূলত উপকূলীয় জেলা এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও কোন জেলাগুলিতে বেশি বৃৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি।
আবহাওয়াবিদদের একাংশের কথায়, কলকাতা , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ৪ তারিখ থেকে পুজোয় উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানাচ্ছে হাওয়া অফিস। তবে পুজোর আনন্দ মাটি করার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে আবহাওয়ার খামখেয়ালিপনা এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা ৷