![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/IMG-20220910-WA0013.jpg)
দেশের সময় : রাতভর বৃষ্টিতে ভেসেছে শহর থেকে শহরতলী। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি জলমগ্ন।
নিম্নচাপের মরণ কামড়ে জেরবার দক্ষিণবঙ্গ৷ জেলায় জেলায় অতিভারী বৃষ্টি সঙ্গে হাওয়ার দাপট ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/02.jpg)
পুজোর বাজারে এসে নিজের বা পরিবারের জন্য মানানসই ছাতা বা রেনকোট কিনতেও দেখা মিলছে৷ বনগাঁর আদি মোহিনী মোহনের কর্ণধার বিশ্বজিৎ দাস জানান রবিবার থেকেই বৃষ্টি শুরু হওয়ায় পুজোর কেনাকাটা করতে সমস্যায় পড়েছেন ক্রেতারা৷ কিন্তুু বাঙালির দুর্গা পুজো বলে কথা দেবী দুর্গার টানে অনেকেই নতুন ছাতা কিনে নিয়েও বৃষ্টি মাথায় পুজোর বাজার করছেন ৷ তবে ব্যপক বৃষ্টির জেরে বিশেষ ভিড়ের দেখা মিলছে না৷ জে,বি,এস, সিটি মল-এর কর্ণধার বাপন সাহা বলেন, বৃষ্টিতে এক প্রকার পন্ড এবারের পুজোর বাজার৷
সারা রাজ্যে ব্যাপক বর্ষণের খবর মিলছে। এবছর দেবী দুর্গার গজে আগমন হলেও নৌকায় গমন,প্রকৃতির ক্যালেন্ডারে কিন্তু সে লক্ষণ স্পষ্ট ।
বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস এখনও জারি রয়েছে৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/04.jpg)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ এখনও কাটেনি । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সৈকত শহরগুলিতে জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/06.jpg)
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের অবস্থান এখন মধ্যপ্রদেশে । মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।
আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে । কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/07.jpg)
বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/11.jpg)
বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/08.jpg)
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এই তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/10.jpg)
বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিমের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা -র তটভূমিতে উত্তাল হবে সমুদ্র৷ মৌসম বিভাগ জানিয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/09/12.jpg)