দেশের সময় : রাতভর বৃষ্টিতে ভেসেছে শহর থেকে শহরতলী। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলি জলমগ্ন।
নিম্নচাপের মরণ কামড়ে জেরবার দক্ষিণবঙ্গ৷ জেলায় জেলায় অতিভারী বৃষ্টি সঙ্গে হাওয়ার দাপট ৷
পুজোর বাজারে এসে নিজের বা পরিবারের জন্য মানানসই ছাতা বা রেনকোট কিনতেও দেখা মিলছে৷ বনগাঁর আদি মোহিনী মোহনের কর্ণধার বিশ্বজিৎ দাস জানান রবিবার থেকেই বৃষ্টি শুরু হওয়ায় পুজোর কেনাকাটা করতে সমস্যায় পড়েছেন ক্রেতারা৷ কিন্তুু বাঙালির দুর্গা পুজো বলে কথা দেবী দুর্গার টানে অনেকেই নতুন ছাতা কিনে নিয়েও বৃষ্টি মাথায় পুজোর বাজার করছেন ৷ তবে ব্যপক বৃষ্টির জেরে বিশেষ ভিড়ের দেখা মিলছে না৷ জে,বি,এস, সিটি মল-এর কর্ণধার বাপন সাহা বলেন, বৃষ্টিতে এক প্রকার পন্ড এবারের পুজোর বাজার৷
সারা রাজ্যে ব্যাপক বর্ষণের খবর মিলছে। এবছর দেবী দুর্গার গজে আগমন হলেও নৌকায় গমন,প্রকৃতির ক্যালেন্ডারে কিন্তু সে লক্ষণ স্পষ্ট ।
বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস এখনও জারি রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ এখনও কাটেনি । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সৈকত শহরগুলিতে জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের অবস্থান এখন মধ্যপ্রদেশে । মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে।
আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে । কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
বুধবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এই তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিমের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা -র তটভূমিতে উত্তাল হবে সমুদ্র৷ মৌসম বিভাগ জানিয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷