দেশের সময় ওয়েবডেস্কঃ মকর সংক্রান্তিতেও রাজ্যের আকাশের মুখ ভার৷ পৌষেও চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দিনভর কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টিপাত।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। কলকাতা–সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি তো হবেই, এছাড়াও, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। তবে, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া।
রাজ্যের বাকি জেলাগুলিতে অবশ্য বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ তবে সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে৷ আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে৷
শনিবার, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। এরপর ফের ১৬ জানুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সেদিন থেকেই মোটামুটি রোদের দেখা মিলবে। আবহাওয়া বিশারদরা বলছেন, জাঁকিয়ে শীতের আশা নেই জানুয়ারিতে। কারণ, পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন। আগামীকাল, ১৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে ফের হতে পারে পারদ পতন। তবে, তার আগে শীত আসার কোনও সম্ভাবনা নেই।