দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির কোঠায়। কেবলমাত্র সর্বনিম্ন তাপমাত্রাই নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম। ফলে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা শহরে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফলে নভেম্বরেই বেরিয়ে পড়েছে লেপ-কম্বল-সোয়েটার। ভোরবেলা কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতা। তবে বেলা গড়াতেই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে শহরে। স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রিয় বাঙালি।শুক্রবার পর্যন্ত ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে কলকাতায় (Kolkata )। কবিবার সকালে ৷
গত শুক্রবার পর্যন্ত ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে কলকাতায়। রবিবার সকালে ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
সোমবার থেকে আরও পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ। ফলে কনকনে শীত পড়া এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা তা বলাই যায় ।