WBCHSE 12th Result 2023: Live: একটু পরেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, আপনার নম্বর জানতে এখানে ক্লিক করুন

0
300

দেশের সময় : আর কিছু ক্ষণের অপেক্ষা। ২০২৩-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠকে করে এ বারের উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর সাড়ে ১২টা থেকে সংসদের বিভিন্ন ওয়েবসাইট এবং দেশের সময় অনলাইনের পাতায় ফল দেখা যাবে। কী ভাবে ফল দেখবেন, তা নীচে স্ক্রিনশট দিয়ে দেখানো হল। ফলপ্রকাশের পর এই পাতার ঠিক এই স্থানে আপনারা রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন।

এ ছাড়াও সংসদের http://wbresults.nic.in/, www.results.shiksha এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ‘WBCHSE Results 2023’ অ্যাপ থেকেও জানা যাবে ফল। গুগ্‌ল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

এ ছাড়াও সংসদের http://wbresults.nic.in/, www.results.shiksha এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ‘WBCHSE Results 2023’ অ্যাপ থেকেও জানা যাবে ফল। গুগ্‌ল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. এর পর ‘হোমপেজ’-এ দেওয়া ‘রেজাল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট দেখা যাবে।
৪. পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
স্কুলজীবনের শেষ পরীক্ষার ফলাফল নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত থাকেন পড়ুয়ারা। চলতি বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৪ মার্চ, শেষ হয় ২৭ মার্চ।

 

Previous articleMamata Banerjee: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা, অধীরের তোপ, মমতা সবসময়ই সমঝোতা করেন
Next articleWB HS Result 2023 Live : উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, প্রথম দশে রয়েছেন ৮৭ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here