WB Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস !আপডেট দিল হাওয়া অফিস

0
688

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্য থেকে শীত বিদায়ের পালা চলছে। এই আবহে গত রবিবার থেকে ফের বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে মেঘলা হলেও কোথাও তেমন বৃষ্টির খবর পাওয়া যায়নি।

যদিও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। নতুন করে বারিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানিয়েছে,  আগামী বুধবার অর্থাৎ, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 

তবে বৃহস্পতিবার থেকেই বদল ঘটবে আূবহাওয়ার। যার জেরে  উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বঙ্গোপসাগরের উপরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই কারণেই স্থানীয় ভাবে মেঘের সঞ্চার হতে পারে রাজ্যের আকাশে। সেই থেকেই বৃষ্টির পরিস্থিতি।

 ২৪  তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া , মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে ও খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
 

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন  পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ,নদিয়া রাজ্যের পশ্চিমের এই সমস্ত জেলাগুলিতে  বৃষ্টির একটু  বেশি সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব হালকা বৃষ্টি হতে পারে। 
 

উপকূলের দিকে বৃষ্টির পরিমান কিছুটা কম হবে। পূর্বাভাসে বলা হয়েছে উপকূলীয় জেলাগুলিতে খুব সামান্য বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা আছে। 

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই,এখন যেটা আছে তেমনটাই  থাকবে।
 

এদিকে আগামী ২৪ ঘণ্টায় মোটের উপর উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও উত্তরের পাহাড়ি জেলাগুলিতে আকাশ মেঘলা হতে পারে। বুধবার  শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

তবে  বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে  বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সময় বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গের ক্ষেত্রে  আগামী ৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কুয়াশা  থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।
 

আবহবিদেরা মনে করছেন, এই দফায় বৃষ্টি কমলেই পাকাপাকি ভাবে বিদায় নিতে পারে শীত। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃষ্টি বিদায় নিলে রাতের তাপমাত্রাও বাড়তে থাকবে।

Previous articleTMC: বনগাঁয় পুরভোটের প্রচারে চমক, মতুয়া ভক্তদের নিয়ে মিছিল তৃণমূলের, কটাক্ষ বিজেপি-র
Next article21 February: বনগাঁর নাওভাঙা ও পেট্রাপোল এক্সপোর্ট ইমপোর্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ভাষা উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here