WB weather update: নিম্নচাপের জের! কুয়াশায় ঢাকল বঙ্গ! রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে কবে?

0
417

দেশের সময় ওয়েবেডেস্কঃ হেমন্তের শুরুতেই হালকা শীতের আমেজ পেয়ে খুশি ছিলেন বঙ্গবাসী। বিশেষত গ্রামের দিকে শীতের জন্য চাদর থেকে কম্বল সবটাই আবার বেরিয়ে পড়েছিল। হিমেল হাওয়ায় রাজ্যে স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি কমেছিল তাপমাত্রা। কালীপুজোর সময় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলাও হয়, চলতি বছরে শীত আগেভাগেই রাজ্যে প্রবেশ করবে। কিন্তু বাধা দিল নিম্নচাপ।

বাংলায় এই মুহূর্তে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। চাদর গায়ে দেওয়া তো দূরের কথা, নভেম্বরের শেষে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না!  বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই রাজ্যে গায়েব শীতের আমেজ। দিনে এবং সন্ধের দিকে ফ্যান, এমনকী এসি চালানোর মতোই অবস্থা শহরতলিতেও।

পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। জানা যাচ্ছে এই সপ্তাহের শেষের দিকেই পারদ নামবে বেশ কিছুটা। ফলে বাঙালির মন ভালো করা শীতের আমেজ রাজ্যে ফিরতে চলেছে ।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থাকবে আকাশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।  আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষেই নিম্নচাপ কেটে যেতে পারে। যার পরেই রাজ্যে ফের শীতের আমেজ পাওয়া যাবে। নিম্নচাপের অক্ষরেখা সরে গেলেই তাপমাত্রার পারদ নামবে অনেকটাই। ফলে সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের আমেজ ফের পাবেন বঙ্গবাসী। ফলে বৃষ্টির হাত ধরেই সপ্তাহ শেষে বঙ্গে প্রবেশ করছে শীত। 

চার-পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন-চারদিন। বৃষ্টির পরেই শীতের আমেজ বাড়বে।

বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা নামবে। সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। কিন্তু সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে বাঙালি।

Previous articleআজ গ্রুপ ডি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে
Next articleআজই মোদী-মমতা সাক্ষাত , বৈঠকে আলোচ্য বিষয় কী হতে পারে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here