দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় ফের বৃষ্টির ভ্রুকূটি। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ- দু’জায়গাতেই বৃষ্টি হবে। রাতের তাপমাত্রারও পরিবর্তন হবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৭ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের প্রধানত শুষ্ক থাকবে।
তবে ২৭ তারিখে পশ্চিমের দুই জেলায় হালকা বৃষ্টি হবে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। তবে তার সম্ভাবনা কম।
২৮, ২৯ বেশি সম্ভাবনা রয়েছে। সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমাান এবং বীরভূমে বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চি মেদিনীপুর, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৮-২৯ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার আগে ২৬, ২৭ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এদিকে তাপমাত্রার পারদ চড়ল আরও এক ডিগ্রি। মাঝ ডিসেম্বরে বড়দিনের সকালে কনকনে ঠান্ডা উধাও। বরং তাপমাত্রা বেড়ে হল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তুরে হাওয়ায় বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা। তাতেই ধাক্কা খেয়ে শৈত্যপ্রবাহ উল্টো মোড় নিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ পরিষ্কার থাকবে।
কলকাতায় আজ ঝলমলে দিন। কুয়াশার চাদর ততটা ছিল না। আকাশ পরিষ্কার। গতকালের তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। তবে কলকাতার তুলনায় জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমই থাকবে। বছর শেষে বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরের জেলাগুলিতে।
ডিসেম্বরের গোড়ায় যেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল সে তেজ এখন কম। উত্তুরে হাওয়ায় থমকে গেছে অনেকটাই। হাওয়া অফিস বলছে এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এতদিন উত্তুরে হাওয়া একাই দাপিয়ে বেড়াচ্ছিল। এখন ধাক্কা খেয়ে তেজ কমেছে। ভারত মহাসাগর ও শ্রীলঙ্কার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হচ্ছে। এই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে যে কারণেই তাপমাত্রা বাড়ছে। রবিবার থেকে পারদ আরও চড়বে। বছর শেষেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম।
উপকূলীয় জেলাগুলিতেও আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছু বেশি হতে পারে। শীতের শিরশিরানি আগামী কয়েকদিন কম থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা পড়বে। রাতের দিকে পারদ নামবে। ভোরে কুয়াশার দাপট থাকবে।
আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে।
শুক্রবার রাত থেকে বড়দিনের উৎসবে মেতে উঠেছে সাধারণ মানুষ শনিবার সকালে হালকা শীতের হাওয়ায় পূণ্যার্থীরা ভিড় জমিয়েছেন গীর্জায় গীর্জায়।