WB Panchayat Election 2023: বনগাঁর ছয়ঘরিয়ায় বাড়ছে প্রচারের উত্তাপ, ময়দানে কোমর বেঁধে নেমেছে বাম-বিজেপি- তৃণমূল দেখুন ভিডিও

0
566

অর্পিতা বনিক, বনগাঁ: .লড়াইটা শেয়ানে শেয়ানে না হলেও জমজমাট ৷ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের 4 নম্বর আসনটিকে হাই ভোল্টেজ সিট বললেও ভুল হবে না ৷ বনগাঁ তো বটেই, গোটা জেলার রাজনৈতিক মহলের নজর এখন এই আসনেই ৷

হাতে আর কয়েকদিন। তারপরই ভোটবাক্সে জমা পড়বে গ্রাম বাংলার মত। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ৷ নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতারা ৷ নষ্ট হয়েছে দলের ভাবমূর্তি ৷ সেই নষ্ট ইমেজ ফিরিয়ে আবারও কী গ্রামবাংলা জয়ে সফল হতে পারবে তৃণমূল কংগ্রেস?

নাকি জোড়াফুলের নিশ্চিদ্র দুর্গে মাথা তুলবে পদ্মফুল? লোকসভা ও বিধানসভায় রামে যাওয়া ভোট কতটা ফেরাতে পারবে বামেরা? নজর রয়েছে সকলের ৷বনগাঁয় জেলা পরিষদের ৪ নম্বর আসনের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রার্থীরা কেমন প্রচার করছেন? প্রচারে নেমে কী আশ্বাস দিচ্ছেন তাঁরা? একে অপরের বিরুদ্ধে কতটা কাদা ছেটাচ্ছেন? বাসিন্দারাই বা কী বলছেন?কার কতটা জেতার সম্ভাবনা?শোনাব আপনাদের ৷

বনগাঁয় জেলা পরিষদের ৪ নম্বর আসনের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রার্থীরা কেমন প্রচার করছেন? প্রচারে নেমে কী আশ্বাস দিচ্ছেন তাঁরা? একে অপরের বিরুদ্ধে কতটা কাদা ছেটাচ্ছেন? বাসিন্দারাই বা কী বলছেন?কার কতটা জেতার সম্ভাবনা? দেখুন ভিডিও

জেলা পরিষদের 4 নম্বর আসনে তৃণমূল প্রার্থী বিধায়ক পুত্র শুভজিৎ দাস ৷ রাজনীতিতে এবারই অভিষেক হলেও ধারে ও ভারে অনেকটাই এগিয়ে তিনি ৷ তবে এই আসনের বাম প্রার্থী তাপস মণ্ডল ৷ পরিচিত মুখ ৷ বাম ছাত্র ও যুব আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন| গত বিধানসভায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থীও ছিলেন ৷

এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শংকর নন্দী ৷ তাঁর রাজনৈতিক পরিচিতি ততটা নেই, বলছেন বিজেপির একাংশ ৷ গেরুয়া শিবিরের এই প্রার্থী নিয়ে ৷ বিজেপির অন্দরে ক্ষোভও রয়েছে ৷ -আর সবটা দেখেশুনে আম জনতা বলছেন, আসলে সবই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ ৷

Previous article10th Annual show Sangvi Moments 2023: সাংভি ডান্স সেন্টারের দশম বার্ষিক অনুষ্ঠান ‘সাংভি মোমেন্টস’ ২০২৩’ অনুষ্ঠিত হল কলা মন্দিরে
Next articleBollywood: শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ! এখন কেমন আছেন বলিউড ‘বাদশা’?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here