WB HS Result 2023 Live : উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, প্রথম দশে রয়েছেন ৮৭ জন

0
496

দেশের সময় ওয়েবডেস্কঃ উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, প্রথম দশে রয়েছেন ৮৭ জন ৷

এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে দু’জন। সুষমা খান, বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের এবং আবু সামা, উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। প্রাপ্ত নম্বর ৪৯৪। চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৪৯৩।

প্রথম দশে রয়েছেন ৮৭ জন। হুগলি থেকে সবচেয়ে বেশি রয়েছেন ১৮ জন। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। আট লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষার ফলপ্রকাশ হল। ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্রতিটি মার্কশিটে থাকছে কিউআর কোড। ৮৯.২৫ শতাংশ পাশের হার। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হারে কলকাতা দশম স্থানে। ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। উর্দু ভাষায় প্রথম হয়েছেন মহম্মদ হাসান। নেপালিদের মধ্যে প্রথম স্নেহা লামা। সাঁওতালিদের মধ্যে তিনজন যুগ্মভাবে প্রথম হয়েছেন। আজ বেলা সাড়ে বারোটা থেকেই অনলাইনে রেজাল্ট জানা যাবে। মার্কশিট ডাউনলোড করা যাবে। ৩১ তারিখ থেকে স্কুলে মার্কশিটের হার্ডকপি পাওয়া যাবে। পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

পরীক্ষা হলে টোকাটুকি হয়নি, প্রশ্নপত্র কঠীন নিয়ে কোনও অভিযোগ নেই : সংসদ

চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি।

পাশের হার ৮৯.২৫ শতাংশ
উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। 

পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
পাশের হার বেশি ৯৫.৭৫ পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দশম কলকাতা।
পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি
এই বছরেও ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৭ হাজার বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন। মার্কশিটে প্রথম কিউআর কোড দেওয়া হয়েছে।

জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হওয়ার কথা উচ্চ মাধ্যমিক। কিন্তু এরা করোনাকালে মাধ্যমিক দেননি। তাই এদের প্রথম বড় পরীক্ষাই উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে। সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য ফলপ্রকাশ করবেন। ফল জানা যাবে wbresults.nic.in ওয়েবসাইটে। এছাড়া WBCHSE Results 2023 মোবাইল অ্যাপেও জানা যাবে ফল। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরচ্ছে।

মাধ্যমিকের পর এবার প্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের (HS) ফলাফল। বুধবার, ২৪ মে ফল প্রকাশ করবে উচ্চশিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর এই ফল প্রকাশ করতে চলেছে সংসদ। সংসদের সভাপতি বুধবার দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে। তবে ফলাফল জানার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে। প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।

বিস্তারিত আসছে….

Previous articleWBCHSE 12th Result 2023: Live: একটু পরেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, আপনার নম্বর জানতে এখানে ক্লিক করুন
Next articleWB HS Result 2023 : উচ্চ মাধ্যমিকে প্রথম দশে কারা?দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here