দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭২৩ জন। দৈনিক সংক্রমণের হার ৪.৬১ শতাংশ। রাজ্যে এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২০ লক্ষ।
অন্যদিকে, বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। উল্লেখ্য, গত কয়েকদিনে সংক্রমণ বেশ কিছুটা কমলেও মৃতের সংখ্যা সেই ৩০-এর ওপরেই থাকছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫০ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ২১ হাজার ৮৮০। সুস্থতার হার ৯৭.৮৭ শতাংশ। গত একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৫৯ হাজার ১০৪ জনের।
আক্রান্তের সংখ্যা বেড়েছে উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ফের ৫০০-র বেশি। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা ৩২৪। তবে দৈনিক মৃতের নিরিখে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে আট জনের। তবে সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনে আগের থেকে অনেকটাই কমেছে। যার ফলে কিছুটা স্বস্তি মিলছে।