WB college admission 2023: কলেজে গ্রাজুয়েশনের ভর্তি কবে থেকে? জরুরি নির্দেশিকা জারি উচ্চশিক্ষা দফতরের

0
514

দেশের সময়,কলকাতা: উচ্চমাধ্যমিকের পরেই শুরু হয় কলেজে ভর্তির তোড়জোড়। দিন দু’য়েক আগেই রাজ্যের শিক্ষা দফতর জানিয়ে দিয়েছিল, এবার থেকে স্নাতক স্তরের ডিগ্রি কোর্স হবে চার বছরের।

কলেজে কলেজে স্নাতক স্তরে ছাত্র ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সেখানে বলা হয়েছে, কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে অনলাইনে হচ্ছে না এবছর। ফলে প্রতিটি কলেজে নিজস্ব ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। উচ্চশিক্ষা দফতরের থেকে বলা হয়েছে, ১ জুলাই থেকে বিভিন্ন কলেজে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে ওইদিন থেকে পড়ুয়ারা আবেদন করতে পারবে অনলাইনে। আবেদন করার শেষ তারিখ ১৫ জুলাই।


তারপর শুরু হবে আবেদনের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করার পালা। ২০ জুলাইয়ের মধ্যে কলেজগুলিকে মেধাতালিকা প্রকাশ করতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। অগাস্ট মাসের ১ তারিখ থেকে স্নাতকের নতুন বর্ষের ক্লাস শুরু করবে কলেজগুলি।

উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, এবারে কলেজে ভর্তি হবে মেধার ভিত্তিতে। পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে। শুধু তাই নয়, আবেদনপত্রের জন্য কোনও পড়ুয়ার থেকে টাকা নেওয়া যাবে না। যদি যোগ্য প্রার্থী হয়, তবে সেই প্রার্থীকে কলেজ কর্তৃপক্ষ ইমেল বা চিঠি দিয়ে জানাবে। তারপর কলেজকে ভর্তি প্রক্রিয়া পুরোটাই করতে হবে অনলাইনে। ভর্তির জন্য কোনও প্রার্থীকে কলেজে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইন পেমেন্ট বা সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে ভর্তির টাকা জমা দিতে হবে আবেদনকারীকে।

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় কীভাবে ভর্তি প্রক্রিয়া করবে মূলত তা নিয়ে এদিন ৭ দফা এডভাইজারি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, মেধার ভিত্তিতেই ছাত্র ভর্তি করা হবে। কোনও ছাত্র বা ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাস নেওয়ার জন্য টাকা নেওয়া যাবে না। যাঁরা যাঁরা যোগ্য প্রার্থী হবেন, তাঁদেরকে ইমেইল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

নতুন শিক্ষা নীতি অনুযায়ী এ বছর স্নাতক স্তর চলবে ৪ বছর। কিন্তু স্নাতক ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করা যায়নি, তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালাবে। নির্দেশিকায় এমনটাই জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয়েছে পড়ুয়াদের। কলেজে কলেজে ভর্তির জন্য প্রস্তূত রয়েছেন পড়ুয়ারা। তাই আর এক মাস পর থেকেই কলেজে কলেজে গ্রাজুয়েশন স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

Previous articleMamata Banerjee : হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মুখ্যমন্ত্রী, মাথায় সাদা হেলমেট, ভাইরাল ছবি নিয়ে কী লিখলেন অশোক মজুমদার
Next articleCoromandel Express accident: বালেশ্বর যেন মৃত্যুপুরী: করমণ্ডল দুর্ঘটনায় শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮, জখম ৬৫০, চলছে উদ্ধারকাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here