WB By-Poll: চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

0
307

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের বাকি ৪ কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। এবার আর একুশের ভোটের আগে দলত্যাগী নেতাদের নয়, বরং প্রাধান্য দেওয়া হয়েছে বিজেপির পুরনো নেতা ও স্থানীয়দের। প্রার্থী তালিকায় বড় কোনও চমক না থাকলেও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ব্যক্তিদের টিকিট দেওয়া হল।

আগামী ৩০ অক্টোবর ভোট রয়েছে শান্তিপুর, দিনহাটা, গোসাবা ও খড়দহে। এই চার আসনের মধ্যে শান্তিপুর কেন্দ্রটি বিজেপির সবচেয়ে সম্ভাবনাময় আসন। এই কেন্দ্রে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাসকে প্রার্থী করল গেরুয়া শিবির। নিরঞ্জন বিশ্বাস পেশায় স্কুল শিক্ষক। তাঁর বাড়ি গোবিন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত তিনি। এবার তাঁকে প্রার্থী করল বিজেপি।

অন্যদিকে, বিজেপির আরও এক শক্ত ঘাঁটি দিনহাটা। সেখানে প্রার্থী করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা অশোক মণ্ডলকে। প্রসঙ্গত তিনিই উত্তরবঙ্গে তৃণমূলের টিকিটে জিতে আসা প্রথম বিধায়ক ছিলেন। অশোকবাবু ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। সেই অর্থে পুরনো সদস্যই বটে। একুশের ভোটে নিশীথ প্রামাণিক জোরদার টক্করের পর ৫৭ ভোটে হারান উদয়ন গুহকে। 

অন্যদিকে, বাকি দুই কেন্দ্র খড়দহ এবং গোসাবায় একুশের বিধানসভায় প্রাপ্ত ভোটের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল বিজেপি। কিন্তু সেই কেন্দ্রেও জমি ছেড়ে দিতে রাজি নয় গেরুয়া শিবির। গোসাবায় প্রার্থী করা হয়েছে পেশায় ব্যবসায়ী পলাশ রানাকে। তরুণ নেতা পলাশবাবুও একসময় তৃণমূলে ছিলেন।

অন্যদিকে, খড়দহে তৃণমূলের শোভনদেব চ্যাটার্জির বিরুদ্ধে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে উত্তর শহরতলির যুব মোর্চার সম্পাদক জয় সাহাকে। প্রবীণ নেতার উল্টোদিকে নবীন মুখ বিজেপির। ৩০ সেপ্টেম্বরের ভোটে একটি আসনেও জয় ছিনিয়ে নিতে পারেনি বিজেপি। এবার এই চারটি আসনে কেমন ফল করে রাজ্যের প্রধান বিরোধী দল এখন সেটাই দেখার। 

Previous articleচেতলা অগ্রণীতে পুজোয় চোখ আঁকলেন মমতা, মহালয়া থেকেই শুরু উদ্বোধন
Next articleদেশে খুনের অস্ত্র সাপের ছোবল,এমন কৌশল দেখে উদ্বিগ্ন শীর্ষ আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here