হীয়া রায় দেশেরসময : কেরলের ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। ইতিমধ্যেই উদ্ধার হওয়া দেহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬। বেসরকারি মতে, এই সংখ্যা আরও বেশি। এখনও ২২৭ জনের খোঁজ মেলেনি, যাঁরা চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের তলায়। কয়েকশো মানুষ জখম হয়ে হাসপাতালে ভর্তি।
এদিকে ভারী বৃষ্টির মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সমস্ত মন্ত্রী, বিধায়ক, নেতাদের সে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। রাজ্যে দু’দিনের শোক পালনের ডাক দিয়েছেন পিনারাই।
অন্যদিকে, আজ বিধ্বস্ত ওয়েনাডে যাবেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন ওয়েনাড সাংসদ রাহুল গান্ধী। প্রিয়ঙ্কা গান্ধীও যাবেন রাহুলের সঙ্গে, গোটা এলাকা ঘুরে দেখবেন তাঁরা।
জানা গেছে, ওয়েনাডের পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুবই কঠিন হচ্ছে ভারী বৃষ্টির মধ্যে। কিন্তু এক মুহূর্তের জন্যও বিরাম নেননি উদ্ধারকারী দলের সদস্যরা। মুন্ডাক্কাই, মেপ্পাড়ি এবং চুরামালা এলাকায় নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাঁরা।
এদিকে বৃষ্টি থামছেই না বিধ্বস্ত এলাকায়। ওয়েনাড এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে বইতে পারে তীব্র গতির ঝোড়ো হাওয়া।