Viral Video: রাস্তায় গাড়ি থামিয়ে চার-চাকার দফারফা করল হাতি! দেখুন ভিডিও

0
317

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রচণ্ড গরমে চুলকানির ব্যাপারটা খুব স্বাভাবিক। আর সেই অত্যন্ত স্বাভাবিক ব্যাপারটা মোকাবিলা করার জন্য আমাদের হাতে থাকে নখ। কিন্তু হাতিদের ক্ষেত্রে কেমনতর সমস্যা হয় একবার ভেবে দেখুন তো!

এই যদি তাদের পিঠটা একটু চুলকাতে ইচ্ছে হয়, তাহলে হাতও নেই, আর নখ তো অনেক দূরের কথা। তাহলে কী করবে সেই হাতি? তাই পিঠ বা শরীরের অন্য কোনও অঙ্গ চুলকে নিতে একটা হাতিকে গাছের কাছে গিয়ে শরীরের সেই অঙ্গটা ঘষে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় থাকে না।

তবে সম্প্রতি এক গজরাজকে পশ্চাতদেশ চুলকানোর এক অভিনব পন্থা নিয়ে আসতে দেখা গেল। একটা গাড়ির উপরে বসে পশ্চাতদেশ চুলকে নেওয়া চেষ্টা করল সে। স্বস্তি মেলা ইস্তক গাড়ির দফারফা করেই সে ছাড়ল।

গাড়ির ড্রাইভারের ভাগ্যটা বোধহয় সে দিন সঙ্গ দিচ্ছিল না। কারণ, হাতিটি তার পশ্চাতদেশ চুলকাতে বেছে নিয়েছিল ওই গাড়িটিই। আর সেই পশ্চাতদেশ চুলকাতে গিয়েই গাড়িটি এক্কেবারে দুমড়ে মুচড়ে দেয় সেই গজরাজ। ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতিটি প্রথমে গাড়ির বাম পাশের সামনের চাকায় ওঠার চেষ্টা করে। পরবর্তীতে সামনের দিকে চলে যায় এবং পশ্চাতদেশ চুলকাতে স্ক্র্যাচ করার জন্য গাড়ির বনেটে বসে।

কিন্তু এত কিছুর পরেও হাতিটি তার পশ্চাতদেশ চুলকাতে পারেনি। গাড়ির উপরে কখনও উঠে, কখনও বসে নানাবিধ চেষ্টা চালিয়ে যায় সে। শেষমেশ সেই গাড়িটি জুড়ে স্ক্র্যাচ পড়ে যায়। অবস্থা এতটাই সংকটজনক হয়ে যায় যে, গাড়িটির বাম্পার পর্যন্ত ভেঙে খুলে পড়ে যায়। অতঃপর দীর্ঘ চেষ্টার পরে ব্যর্থ হয়ে হাতিটি গাড়ি ছেড়ে বেরিয়ে যায় এবং ড্রাইভারও কোনও ক্রমে গাড়িটি নিয়ে হাতির আক্রমণ করে বেঁচে ফেরেন।

টুইটারে বুইটেঙ্গেবিডেন নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে ভয়ঙ্কর ভাইরাল। এই পেজ থেকে বরাবরই পশু-পাখিদের মজাদার ভিডিয়ো শেয়ার করা হয়ে থাকে। প্রায় ২.৪ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিয়োটির। কমেন্ট সেকশন নানাবিধ মন্তব্যে ভরে গিয়েছে।

নেটিজ়েনরা এই ভিডিয়োটি খুবই মজাদার বলে দাবি করেছেন। একজন লিখছেন, “এই গাড়িটির ইনসুওরেন্স করেছে যে কোম্পানি আমি সেই সংস্থার কথা ভাবছি।” আর একজন যোগ করলেন, “কী কিউট ভাবে এই হাতিটা তার পশ্চাতদেশ চুলকে নিল। কিন্তু তাতে গাড়িটার যা ক্ষতি হল, তা আর বলার নয়।” তৃতীয় এক ব্যবহারকারীর বক্তব্য, “টয়লেট পেপার হিসেবে ওই হাতি ব্যবহার করল গাড়িটিকে।”

Previous articlePM:নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়েই দেশ চালাচ্ছি! ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next articleQueen Elizabeth II Death: এলিজাবেথ দ্য সেকেন্ডের প্রয়াণে শোকস্তব্ধ মোদী-মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here