Viral: শ্রেণিকক্ষেই পড়ুয়াকে দিয়ে হাত মাসাজ করাচ্ছেন শিক্ষিকা! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

0
783

দেশের সময় ওয়েবডেস্কঃ স্কুলে চেয়ারে বসে রয়েছেন শিক্ষিকা। আর তাঁর হাত ‘মাসাজ’ করছে এক স্কুলপড়ুয়া। উত্তরপ্রদেশের হারদোইয়ে এক সরকারি স্কুলের এই দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম উর্মিলা সিংহ। সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন ওই স্কুলে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নজরে আসে বেসিক শিক্ষা অধিকারী ভি পি সিংহের। এর পরই এই ঘটনায় তদন্ত করতে ব্লক শিক্ষা আধিকারিককে নির্দেশ দেন তিনি।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে । চলতি সপ্তাহে পোখারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পড়ুয়া যখন শিক্ষিকার হাত টিপে দিচ্ছে, তখন অন্য হাতে জলের বোতল থেকে জল খাচ্ছেন শিক্ষিকা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় ৷

Previous articleWeather Update: উত্তরে ভারী বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! জানুন হাওয়া অফিসের আপডেট
Next articlePartha Chatterjee : মন্ত্রিত্ব থেকে পার্থকে সরালেন মমতা ,আপাতত পার্থর সবকটি দফতরই সামলাবেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here