Valentines Day Gift 2024 ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনকে এক হাজার টাকায় কী গিফ্ট দেবেন

0
128
হীয়া রায়, দেশের সময়

দুয়ারে ভ্যালেন্টাইনস ডে ! শুরু হয়ে গেছে রোজ ডে, হাগ ডে, চকোলেট ডে ।  রাস্তার দু’দিকে চাইলে দেখা যাবে সারি সারি ফুলের দোকান, লাল গোলাপ, অর্কিডের পসরা সাজিয়ে বসেছে। দোকানে দোকানে স্পেশাল ভ্যালেন্টাইনস গিফট রাখছে।

সোনার দোকানে ডিসকাউন্টও শুরু হয়ে গেছে। আগামী ইতি মধ্যেই আমাজন, মিসো, মিন্ত্রার মতো ই-কমার্স সাইটগুলো ভ্যালেন্টাইনস ডে-র জন্য বড়সড় ছাড় দেওয়া শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে নানারকম কাপল গিফট।

ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে কী গিফট দেবেন, সে নিয়ে প্রেমিকদের চিন্তার শেষ নেই। হাজার হাজার টাকা খসানোর সামর্থ নেই যাদের, তারা পকেট ফ্রেন্ডলি গিফটই বাছবেন। কলেজ ছাত্র থেকে কর্পোরেট প্রেম, এমনকী বিয়ের অনেকদিন পরেও বউকে ভ্যালেন্টাইনস ডে-র সারপ্রাইজ গিফট দেওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে জেনে নিন কী কী উপহার মনের মতো হবে। মাত্র হাজার টাকায় মন জিততে পারেন ভালবাসার মানুষের।

হাজার টাকার মধ্যে কী কী ভ্যালেন্টাইনস গিফট পাওয়া যাবে? দেখে নিন এক নজরে …
 

১) ফ্যাশনেবল ড্রেস
ভালবাসার মানুষের যদি ড্রেস পছন্দ হয়, তাহলে মিন্ত্রা (Myntra) এখন বিশাল অফার দিচ্ছে। এথনিক ড্রেস থেকে ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্নে ৫০-৮০% ছাড় দিচ্ছে মিন্ত্রা। হিয়ার অ্যান্ড নাও, টোকিও টকিজ, রোডস্টার, ড্রেসবেরির মতো ব্র্যান্ডে ক্যাসুয়াল ওয়েস্টার্ন ওয়্যার পাওয়া যাবে ৫০০-১০০০ টাকার মধ্যে। রোডস্টারের বুটকাট হাই-রাইজ জিনস ৭০০ টাকার (আসল দাম ২ হাজার টাকার বেশি) মধ্যে পাওয়া যাবে।

হারপা, মিস চেসের খুব ভাল ভাল ড্রেস পাওয়া যাচ্ছে ৮০০-১০০০ টাকার মধ্যে। শর্ট ড্রেস থেকে লং ড্রেস—পছন্দ মতো কিনে চমকে দিতে পারেন প্রেমিকাকে। ইন্ডিয়ামার্টেও গাউনের ভাল কালেকশন এসেছে। একবার দেখে নিতে পারেন।

২) গয়না
গয়না শুনেই চোখ কপালে তোলার দরকার নেই। হাজার টাকাতেও চমকে দেওয়ার মতো জুয়েলারি পাওয়া যাবে। আমাজনে ক্লারা (CLARA) ভ্যালেন্টাইনস ডে-র জন্য ভাল ছাড় দিচ্ছে। ১৮ ক্যারেট গোল্ড প্লেটেড হোয়াইট সিলভারের কোমরবন্ধনীর দাম ৭৯৯ টাকা, গিফ্ট করে মন জিতে পারেন প্রেমিকার। ক্যারাটকার্টের গোল্ড-প্লেটেড দারুণ সব জুয়েলারি সেটের দাম ৭০০-১০০০ টাকার মধ্যে। জাভেরি পার্লসের মুক্তোর গয়নার সেট যার দাম ৩০০০ টাকা থেকে শুরু, তা ভ্যালেন্টাইনস ডে-র জন্য পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। জ্যাজ অ্যান্ড সিজলসের গোল্ড-প্লেটেড চুড়ির সেটও হয়ে যাবে ৫০০ টাকার মধ্যে।

৩) পারফিউম
পারফিউম পছন্দ করে না এমন মেয়ে বিরল। এনগেজ, বেলাভিটা, ভিক্টোরিয়াস সিক্রেট, উইমেন্স জ়ারা অর্কিড। সিক্রেট টেম্পটেশন, বেলা ভিটা অর্গানিক সবই পাওয়া যাবে হাজার টাকার মধ্যে। এমনকী ভারসাচে ক্রিস্টালের পারফিউমও ভালবাসার দিনের জন্য ছাড় দিয়ে ১০০০-১১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

৪) হাতঘড়ি
১০০০ টাকার মধ্যে যদি টাইটানের হাতঘড়ি গিফ্ট করতে পারেন তাহলে কেমন হয়? সোনাটা কোয়ার্টজ অ্যানালগ পাওয়া যাচ্ছে ৯০০ টাকার মধ্যে। টাইমেক্স, ব্লু পার্ল, ভ্যান হিউসেন, অ্যালেন সলির হাতঘড়ি ছাড় দিয়ে হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

৫) ওয়ালেট ও পেন
ওয়ালেটকার্টে গেলে দারুণ সুন্দর ওয়ালেট ও সঙ্গে পেনের সেট পাওয়া যাবে। দাম পড়বে ৭০০-৯০০ টাকার মধ্যে।

৬) হ্যান্ডব্যাগ
অবাক লাগবে লেভির হ্যান্ডব্যাগের কালেকশন এসেছে ১০০০ টাকার মধ্যেই। বড় অফার দিচ্ছে আমাজন। দেরি করবেন না।

৭)মেকআপ কিট
মেকআপ কিট পেলে মেয়েরা খুবই খুশি হয়। পছন্দমতো মেকআপ কিট যদি ভ্যালেন্টাইনস ডে-তে দিতে পারেন তাহলেই কেল্লাফতে। লোটাস হার্বালের মেকআপ কিট ৮০০-৯০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ব্লু হেভেন ফেস্টিভ ভ্যালেন্টাইনস ডে-র জন্য ছাড় দিচ্ছে। মেকআপ সেট আমাজন থেকে কিনতে পারেন। বায়োটিকের ন্যাচরাল মেকআপ কিটও ৯০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্রেমিকাকে ল্যাকমে আইকনিক কালেকশন দিতে পারেন, টানা টানা চোখে সে যখন চাইবে, প্রেম জমে ক্ষীর হয়ে যাবে।

৮) ইনডোর প্ল্যান্ট
আপনি প্রেমেও সবুজ বিপ্লব আনতে পারেন। প্রেমিকা যদি গাছ ভালবাসেন, তাহলে ইনডোর প্ল্যান্ট গিফ্ট করুন। এফএনপি, আমাজনে দারুণ দারুণ ইনডোর প্ল্যাট টব সমেত পাবেন। চাইলে কম্বিনেশনেও কিনতে পারেন। স্নেক প্ল্য়ান্ট, মানি প্ল্যান্ট, পিস লিলি, লাকি ব্যাম্বু, চাইনিজ এভারগ্রিনের খুব ভাল কালেকশন এসেছে ১০০০ টাকার মধ্যেই। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আপনার প্রেম হয়ে উঠুক ইকো-ফ্রেন্ডলি।

৯) কাস্টমাইজড কুশন
এখন নানা ধরনের কাস্টমাইজড কুশন পাওয়া যায়। যাতে আপনি আপনার প্রিয় মানুষটির ছবি বসিয়ে নিতে পারবেন। এছাড়া সিকুয়েন্সের তৈরি কুশন ও দিতে পারেন। এগু্লি প্রথমে সাধারন কুশনের মত দেখতে লাগে, পরে সিকুয়েন্স বিডসগুলো উল্টো করলেই তাতে ফুটে উঠবে আপনার প্রিয় জনের মুখ।

১০) পেইন্টিং বা ফটোফ্রেম
ভাল আঁকতে পারলে প্রিয় মানুষটির প্রতিকৃতি এঁকে তাকে উপহার দিন। এছাড়া নিজেদের কোনও প্রিয় মুহূর্ত যদি ক্যামেরাবন্দি করা থাকে সেই ছবি সুন্দর করে বাঁধিয়ে তাকে উপহার দিন। সঙ্গে থাকেই পারে কিছু ফুল আর এক বাক্স চকোলেট। আমাজন, আর্টস্ট্রিট.ইন, ক্যানভাস চ্যাম্প ইন, অ্যাক্রিলিক সাইটে গেলে ১০০০ টাকার মধ্যে ফটোফ্রেম পাবেন।

১১) টি-শার্ট
কলকাতা শহরের এমন অনেক ক্যাফে আছে, যেখানে নকশাদার টি-শার্ট মেলে পকেটসই দামে। মজার সংলাপ লেখা টি-শার্ট কিনে ফেলুন সঙ্গীর জন্য। ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে ইতিমধ্যেই বাজারে এসে গিয়েছে বেশ কিছু নজরকাড়া কথা লেখা টি-শার্ট যা মনে ধরবেই।

১২) এক কাপ চায়ে তোমাকেই চাই
আপনার সঙ্গী কি চা খেতে ভালবাসেন? আপনারা দুজন কি টি টাইম উপভোগ করেন একসঙ্গে? তা হলে সঙ্গীকে দিতে পারেন নানা রকম ফ্লেভারের টি ব্যাগ বক্স। আমাজনে এখনই এসে গেছে নানা ফ্লেভারের টি-বক্স।

১৩) দেওয়াল ঘড়ি
সময়ের থেকে ভাল উপহার আর কীই বা হতে পারে? প্রিয়জনের বিয়েতে উপহারের বাজেট যদি ৫০০ টাকার আশপাশে হয় তা হলে মাঝারি থেকে ছোট দেওয়াল ঘড়ি উপহার হিসেবে বেছে নেওয়াই যায়।

১৪) ফ্রেমে বন্দি স্মৃতি
 জীবনের প্রতিটি মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখুন। কম বাজেটে কাঠের ফ্রেমে বাঁধানো অ্যালবামও হতে পারে বেশ আকর্ষণীয় উপহার।

Previous articleWeather Update: প্রাক বসন্তের আকাশে মেঘের ভ্রুকুটি, আগামীকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস: দেখুন ভিডিও
Next articleSandeshkhali : ‘শিবু-উত্তমের ফাঁসি চাই!’ রাজ্যপালের কাছে দাবি সন্দেশখালির মহিলাদের , গ্রামবাসীদের পাশে থাকার বার্তা বোসের ,‘অভিযুক্ত সবাই গ্রেফতার হবে’,স্পষ্ট জবাব মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here