দেশের সময় , কলকাতা: পঞ্জিকা দেখে কি আর প্রেম হয়, প্রেম টেকে? পুরো ব্যাপারটাই তো জুটির হাতে ও মনে। ভরপুর প্রেম থাকলে জীবনের অনেক কঠিন সময়ই সহজ হয়ে যায়। তাই প্রেম করুন নির্ভেজাল।
সারা বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা আজ ভ্যালেন্টাইন্স ডে পালনে ব্যস্ত। লাল গোলাপ দিয়ে মনের মানুষকে প্রেম প্রস্তাব দিতে কিংবা তার হাতে হাত রেখে দিনটি উপভোগ করছেন অনেকে। এই ভালোবাসা উদযাপন থেকে বিরত নেই গুগলও।গুগল আজ সেজেছে ভালোবাসার দিন উদযাপন করতে। সে কারণে সকাল সকাল তার হোম পেজে উঠে এসেছে ভালোবাসার বার্তা। হোম পেজে রয়েছে একটি ইন্টারেক্টিভ ডুডল। তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে ছোট একটি প্রেমের গল্প। আপনিও দেখে নিন সেই মিষ্টি প্রেমের গল্প।
ভালবাসা উদ্যাপন করার যে বিশেষ কোনও দিন থাকতে পারে, এ কথা বিশ্বাস করতে চান না অনেকেই। আবার, নতুন নতুন ভালবাসার নাগাল পাওয়া যুগলদের মধ্যে সপ্তাহব্যাপী যেন চলতে থাকে উৎসব। প্রথম দিন গোলাপ দিয়ে, পরের দিন প্রেমের প্রস্তাব দিয়ে, তৃতীয় দিন চকোলেট আর চতুর্থ দিন টেডি হাতে, পঞ্চম দিন পাশে থাকার অঙ্গীকার করে, ষষ্ঠ দিন একে অপরকে জড়িয়ে, শেষ দিন চুম্বন দিয়ে শেষমেশ বহু প্রতীক্ষিত ‘ভ্যালেন্টাইন্স ডে’-র দরজায় পৌঁছনোর ঝক্কি কি কম?
রোজ ডে পার হয়েছে সেই সাত দিন আগে। কিন্তু তাতে কী? ভালোবাসার দিনে লাল গোলাপ না দিলে হয়! সদ্য প্রেমে ডুবে থাকা প্রেমিকা থেকে খানিকটা রোমান্টিক অ্যাঙ্গেলে থাকা বান্ধবী, কিংবা গৃহিণী, সকলেই এই দিনটির দিকে তাকিয়ে। কখন সঙ্গী উপহার দেবে লাল গোলাপ। সেই কারণেই আকাশ ছুঁল গোলাপ।
কলকাতার ফুলবাজারে ভ্যালেন্টাইন ডে-র আগে সোমবার গোলাপ কিনতে গেলেই ছ্যাঁকা। এদিন মিনিপল ভ্যারাইটির গোলাপ বিক্রি হয়েছে প্রতিটি সাত’টাকা করে। সাদা মিনিপল একেবারে একলাফে ১০ টাকা বেশি। ১৬ টাকা দিয়েও হাতে পাননি প্রেমিকরা। গোলাপী রঙের মিনিপল ২০ টাকা প্রতি পিস। আর বেঙ্গালুরুর ডাচ গোলাপ রীতিমতো আগুন। একেবারে ৩০ টাকা। কিন্তু তবুও দেদার বিক্রি হয়েছে কলকাতা-সহ শহরতলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান, এমনকী শিলিগুড়িতেও। এমন তথ্য দিলেন সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। তাঁর কথায় , “গোলাপ ফুল চাষিরা এবার বেশ ভাল দাম পেলেন ভালবাসার দিনের আগে। মল্লিকবাজারে বেঙ্গালুরুর ডাচ গোলাপ ৩০ টাকাতেও দেদার বিক্রি হয়েছে। রোজ ডেতেও এত বিক্রি হয়নি।”
ভালবাসার রং যেহেতু লাল, তাই ওই দিনটিতে লাল রঙের পোশাক, লাল গোলাপ, লাল বেলুন হাতে শহরের বিভিন্ন জায়গায় যুগলদের ভিড়ও জমবে। দিনজুড়েই চলবে দেদার ঘোরা-বেড়ানো, খাওয়াদাওয়া। কিন্তু কয়েক দশক আগে পর্যন্ত বাঙালির প্রেম দিবস মানে ছিল সরস্বতী পুজো। প্রথা ভেঙে হঠাৎ ঐতিহ্যবিলাসী বাঙালি বিদেশি ভালবাসার দিন উদ্যাপনে ব্রতী হল কেন?
ভালবাসার রং লাল হওয়ার নেপথ্যেও রয়েছে এক অন্য ইতিহাস। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘ভ্যালেন্টাইনস ডে’ হিসাবে ঘোষণা করেছিলেন। ইতিহাসের পাতা ঘাঁটলেই জানা যায়, সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের গাঁথা। রোমের বাসিন্দা, খ্রিষ্টধর্মের পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের কথা স্মরণ করেই উদ্যাপিত হয়েছিল এই দিনটি। সে দেশে নিষিদ্ধ হওয়া খ্রিষ্টধর্ম প্রচারের জন্য রোমের তৎকালীন সম্রাট রাজা দ্বিতীয়ত ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে কারাগারে বন্দি করার আদেশ দেন। সেখানে আটক থাকাকালীন দৃষ্টিহীন এক মহিলার চিকিৎসা করে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন তিনি। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে তাঁর জয়গান। ভ্যালেন্টাইনের এই জনপ্রিয়তায় রাজা ক্লডিয়াস ক্রোধে ফেটে পড়েন এবং তাঁকে নিশ্চিহ্ন করতে মৃত্যুদণ্ড দেন। সেই দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি।
তবে সেন্ট ভ্যালেন্টাইন কোনও দিন ব্যক্তিপ্রেমের কথা প্রচার করেননি। ভালবাসাকে বেঁধে দেননি নারী-পুরুষের শরীরী ছন্দে। তাঁর প্রচার এবং প্রসার ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবপ্রেম নিয়ে। সেই ভালবাসাই বিবর্তনের পদচিহ্ন অনুসরণ করে হয়ে একেবারে ব্যক্তিগত পরিধিতে বাঁধা পড়ে গিয়েছে।
রইল ১০টি ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা বার্তার হদিশ
প্রিয় বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ ও তুমি আমাকে পূর্ণ করেছ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে তোমায় জানাই শুভেচ্ছা। Happy Valentine’s Day. – আপনার মনের মানুষ যদি আপনার ভালোবাসার মানুষ হয় তাহলে এভাবে প্রকাশ করুন আপনার ভালোবাসা। দিনের শুরুতে পাঠাতে পারেন এই বার্তা।
সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। তবে, আমি আমার জীবনের সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। – এই স্পেশ্যাল দিনটি আরও স্পেশ্যাল করে তুলতে পাঠান এমন বার্তা। আপনার পাঠানো এই বার্তা বাড়িয়ে দেবে ভালোবাসা।
আমি তোমার মতো একজন অনন্য মহিলাকে পেয়ে ধন্য হয়েছি। শুভ ভ্যালেন্টাইন্স ডে। – ভালোবাসার দিন শুরু হোক একেবারে অন্য ভাবে। ভালোবাসার মানুষকে পেয়ে আপনি নিজেতে কতটা ধন্য মনে করেন তা প্রকাশ পাক আপনার কথায়।
তোমার প্রতি আমার ভালোবাসা কথায় প্রকাশ করা যায় না। শুধু এটুকু বলব তোমায় খুব ভালোবাসি। শুভ প্রেম দিবস। Happy Valentine’s Day. – দিনের শুরুতে ভালোবাসায় ভরা এই মেসেজ পাঠান মনের মানুষকে। প্রকাশ করুন মনের অনুভূতি।
কল্পনা নয়, বাস্তবে আমি তোমাকে চাই। ছলনাতে নয়, ভালোবাসাতে তোমাকে চাই। শুভ ভ্যালেন্টাইন্স ডে। তাকে আপনি কতটা ভালোবাসেন তা প্রকাশ আপনার আপনার পাঠানো মেসেজে।
শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই হল ভ্যালেন্টাইন্স ডে। আমি তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। Happy Valentine’s Day. – দিনের শুরুতে পাঠাতে পারেন এই বার্তা। এভাবে প্রকাশ করুন মনের ভাবনা।
একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটি ফুল ভোমরের জন্য। আর আমি শুধু তোমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। – পাঠান এই বার্তা। আপনার পাঠানো এই বার্তা মন কাড়ুন আপনার ভালোবাসার মানুষের।
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার? আমি বলব চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত? আমি বলব আকাশে তারা আছে যত। শুভ ভ্যালেন্টাইন্স ডে।– ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশ করুন মনের ভাবনা। আপনার পাঠানো এই মেসেজে প্রকাশ আপনার মনের ভাবনা।
ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেকো চিরকাল। Happy Valentine’s Day. – এমন বার্তা মন কাড়বে সকলের আপনার পাঠানো এমন বার্তা একেবারে অন্য মাত্রা যোগ করুক এই দিনটিতে।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। – এই ভালোবাসা দিনে জানান মনের কথা। ভালোবাসার অঙ্গীকার করে শুরু করুন দিন।
প্রেমদিবস তথা ভ্যালেন্টাইনস ডে যাঁরা মানেন, তাঁরা তো মন প্রাণ ঢেলেই দেন ৷ আর যাঁদের মনে ভ্যালেন্টাইনস ডে নিয়ে নানা কচকচি, তাঁদের কিন্তু একটাই মত, প্রেমের আবার দিন হয় নাকি! বিশ্বাসই আসল, তর্ক নিয়ে যায় বহুদূর। যদি ভাবা যায় একটু অন্যরকমভাবে, তাহলে তাহলে দাঁড়ায়, প্রেম হোক, প্রেম থাকুক, প্রেম করুন প্রতিটি দিন ৷ আর প্রেম দিবসে না হয় একটু বেশি ৷
প্রেম যদি একেবারেই হয় নতুন ৷ তাহলে প্রেমদিবসে ব্যাপারটা একটু বেশিই গুরুত্বের ৷ কারণ, আপনি আপনার ভালবাসার মানুষটি ভালবাসেন কতটা, তা দেখানো তো একটা কায়দা চাই ! সেই কায়দার নামই হল ‘ভি ডে’৷
প্রেম মাপার কোনও ইউনিট হয় না ৷ বার বার আই লাভ ইউ বললেই ষোলকলা পূরণ, ব্যাপারটা সেরকমও নয় ৷ ব্যস্ত দুনিয়ায় প্রিয় মানুষকে পুরোটা সময় দেওয়াই আসল প্রেম ! আর সেই মুহূর্তটাই সারা জীবনের পুঁজি! তাই সময় রাখুন প্রেমের জন্য। সময় রাখুন প্রিয় মানুষের জন্য।
মনের যেমন বয়স হয় না ৷ তেমনই প্রেমেরও হয় না বয়স ৷ একসঙ্গে থাকার বছর গুলো যদি অনেক হয়, তাহলে প্রেম দিবসে সেই বিষয়কেই সেলিব্রেট করুন সবচেয়ে বেশি ৷ ‘প্রেম দিবস’- না হয় থাকুক সেকেন্ডারি ৷
প্রেমদিবস মানে আপনার প্রেমে রিফ্রেস ক্লিক ৷ ঝগড়া, মনোমালিন্য ভুলে প্রেম দিবসটাকে একেবারে নিজেদের মতো করে মেতে উঠুন ৷ যদি কোনও খেদ থাকে ৷ থাকুক না তা পড়ে ৷ প্রেমে একটু বিরোহ না থাকলে প্রেম কিন্তু একেবারেই জমবে না ৷
তাই বলাই যায়,প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেম বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন ৷ তাই ভালেবাসাকে ভালবাসতে শিখুন ৷ তাহলেই দেখবেন গোটা বছর আপনার প্রেম দিবস।