দেশের সময়: ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস ৷ গত মঙ্গলবার ৭ তারিখ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ৷ চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এক এক দিনের অর্থ এক একটি।
কোনওটি হাগ ডে আবার কোনওটি চকোলেট ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইন্স ডে। আপনার মনের মানুষটাকে কীভাবে শুভেচ্ছা জানাবেন বা কীভাবেই বা উপহার দেবেন? জানাব আপনাদেরকে৷
১৪ ফেব্রুয়ারি- অবশেষে সেই বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স সপ্তাহের শেষ। কিন্তু প্রেমের পথচলা শুরু। এদিনটি প্রেমিক-প্রেমিকারা একসঙ্গে কাটান। দারুণভাবে দিনটি উদ্যাপন করেন।
দেশ-বিদেশ সহ বাংলার বিভিন্ন প্রান্তের স্থানীয় বাজারগুলিতে ইতি মধ্যেই শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনিগন্ধা, জিপসি, চন্দ্রমল্লিকাসহ নানা ধরনের ফুল। সে সঙ্গে এ বছর ফুলের সমারোহে যুক্ত হয়েছে টিউলিপ ও লিলিয়াম। ফুটন্ত এসব ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে।
আসন্ন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবসের বাজার সামনে রেখে এবার আগে ভাগেই চাঙ্গা ফুলের বাজার। ইতোমধ্যেই সব ফুলের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। শুরু হয়েছে অগ্রিম বুকিংও। মনের মানুষকে কোন রঙের টেডি উপহার দিলে কী অনুভূতি প্রকাশ পায় জানেন!
টেডি বিয়ারের চেয়ে মিষ্টি উপহার এই দুনিয়ায় আর নেই। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায়। নরম, তুলতুলে টেডির আকর্ষণই আলাদা। বিশুদ্ধ প্রেমের প্রতীক। দেখুন ভিডিও:
লাল টেডি বিয়ার: লাল রঙ প্রেম, আবেগ এবং স্নেহের প্রতীক। তাই উজাড় করা প্রেম বোঝাতে টেডি ডে-তে লাল রঙের টেডি বিয়ার উপহার দেওয়া যায়। আর যদি টেডির বাঁ দিকের বুকে একটা লাল হার্ট থাকে তাহলে তো কথাই নেই। হালকা লাল টেডি বিয়ার আনন্দ এবং সংবেদনশীলতাকে বোঝায়।
নীল টেডি বিয়ার: প্রিয়জনকে নীল টেডি দেওয়ার অর্থ ভালোবাসা সমুদ্রের মতো গভীর। নীল রঙ বুদ্ধি, সত্য, প্রজ্ঞা, আনুগত্য এবং বিশ্বাসের প্রতীক। সঙ্গী নীল টেডি উপহার দিলে বুঝতে হবে সে প্রেমে পাগল।
সবুজ টেডি বিয়ার: সবুজ রঙ সৌভাগ্য, প্রশান্তি এবং সম্প্রীতির প্রতিনিধিত্ব করে। এই রঙের টেডি উপহার দেওয়ার অর্থ তিনি ভালোবাসার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। সোজা কথায়, ‘আমি চিরকাল তোমার’ এবং ‘তোমার ভালবাসা পাওয়ার অপেক্ষায় আছি’ বোঝানো।
কমলা টেডি বিয়ার: সঙ্গী শীঘ্রই বিয়ের প্রস্তাব দেবেন। কমলা টেডি বিয়ার সেই খবরই এনেছে। সুতরাং কমলা টেডি বিয়ার পেলে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। সামনে বড় ইভেন্ট। তার আগে প্রস্তুতি তো মাস্ট।
গোলাপি টেডি বিয়ার: এই রঙ স্নেহ, ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করে। এটাও অন্তহীন এবং নিঃশর্ত ভালোবাসার লক্ষণ। শুধু তাই নয়, গোলাপি টেডি বিয়ার পাওয়ার অর্থ তিনি অবশেষে প্রস্তাব গ্রহণ করেছেন। এটা অন্যের প্রতি একজনের ভালোবাসা প্রদর্শনের পরোক্ষ উপায়।
সাদা টেডি বিয়ার: সম্পর্কে আছে এমন যুগলই এই রঙের টেডি বিয়ার উপহার দেয়। সাদা রঙ বিশুদ্ধতা এবং শান্তির প্রতীক। এই টেডি শৈশবের নির্মল মুহূর্তগুলোকে মনে করিয়ে দেবে। নিয়ে আসবে নস্টালজিক অনুভূতি।
পৃথিবীকে ভুলে দুজনে মিলে এ যেন অন্য স্বাধীনতার উদযাপন। এমন সব উপহার পেলে সঙ্গিনীর মুখের হাসিও চওড়া হয়। নিজের মনের অনুভূতি বোঝাতে বিভিন্ন ধরনের উপহারের সুলুকসন্ধান দেওয়া হল।