Uttarpradesh: মায়ের কোল থেকে৭ মাসের শিশু চুরি করে ট্রেনে চেপে পালাল চোর, দেখুন ভিডিও

0
671

দেশের সময় ওয়েবডেস্কঃ নির্জনতার সুযোগ নিয়েই ৭ মাসের শিশু চুরি করল চোর। তাও আবার মায়ের পাশ থেকেই। একরত্তিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন মহিলা। সেই অবস্থায় কয়েকবার তাঁদের পাশ দিয়ে যাতায়াত করছিল চোর। এরপর একসময় আচমকা এসে মায়ের পাশ থেকে শিশুকে চুরি করে পালিয়ে গেল সে। পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল একটি ট্রেন। সেই ট্রেনে চেপেই পলাতক অভিযুক্ত। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা রেল স্টেশনে৷ ভয়াবহ ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ফুটেজ নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘুম ভাঙার পরেই নিজের সন্তানকে পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ওই মহিলা। এরপরই রেল পুলিশের দ্বারস্থ হন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাতেই কালো প্যান্ট, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি শিশুটি চুরি করে পালিয়ে যায়। 

চুরি যাওয়া শিশুর সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটিকে খুঁজতে রেল পুলিশের একটি টিম আলিগড় এবং হাথরাসে পাঠানো হবে। অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। তার ছবি টুইটারে পোস্ট করেছে পুলিশ। ব্যক্তির সন্ধান পেলেই সাধারণ মানুষকে পুলিশে যোগাযোগ করার আবেদন করা হয়েছে। 

Previous articleTwin Tower: আর কিছুক্ষণের অপেক্ষা, মাত্র ৯ সেকেন্ডেই গুঁয়িয়ে যাবে নয়ডার যমজ অট্টালিকা
Next articleTMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here