দেশের সময় ওয়েবডেস্কঃ ‘আবকি বার ৩০০ পার’। সাত ‘সুইং স্টেট’-এর সব ক’টিতেই জিতবে তারা, এমনই দাবি করেছিল রিপাবলিকানরা। সাতটির মধ্যে ছ’টিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেই জিতে গিয়েছিলেন। বাকি ছিল একটি। সেটি হল অ্যারিজ়োনা। এই প্রদেশটিও ডেমোক্র্যাটদের হাত থেকে ছিনিয়ে নিলেন ট্রাম্প। আর এর মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সমাপ্ত হল। সাত ‘সুইং স্টেট’-এর মধ্যে আগে যে ছ’টিতে রিপাবলিকানদের জয় এসেছে সেগুলি হল- পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নেভাডা। আর সব মিলিয়ে মোট ৩১২ ইলেকটোরাল ভোট পেয়ে নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প।
পেনসিলভ্যানিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নেভাদা আগেই জিতে নিয়েছিলেন রিপাবলিকানরা। এ বার অ্যারিজ়োনার রংও লাল। সবচেয়ে বেশি জল্পনা ছিল দোলাচলে থাকা এই স্টেটগুলি নিয়ে। কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, তার দিকে ঝুঁকবে এই ইলোকটোরাল স্টেটগুলি, তা নিয়ে নানা সমীক্ষা প্রকাশ্যে এসেছিল। কিন্তু সমস্ত সমীক্ষা ভুল প্রমাণ করে দিয়েছেন ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াই হলেও একটি স্টেটও পায়নি ডেমোক্র্যাটরা।
সাত নম্বর সুইং স্টেটের রেজ়াল্ট বেরনোর পর দেখা গেল মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ৩১২ পেয়েছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে গিয়েছে ২২৬টি। ম্যাজির ফিগার (২৭০)-এর থেকে অনেকদূরে এগিয়ে গেলেন ট্রাম্প। ২০১৬ সালের জয়ের সময়ে রিপাবলিকানরা পেয়েছিলেন ৩০৮টি ভোট। এ বার সেই পরিসংখ্যানও ছাপিয়ে গেল।
অন্যদিকে, পূর্বসূরী জো বাইডেনের সঙ্গে আগামী ১৩ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। ১৯ শতকে তৎকালীন পরাজিত প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন তাঁর উত্তরসূরী গ্রোভার ক্লেভল্যান্ডকে যেখানে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেখানেই হবে বাইডেন-ট্রাম্পের সাক্ষাৎ। তবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু হবে আগামী বছর জানুয়ারিতে।