দেশের সময় ওয়েবডেস্কঃ ইউক্রেনে থেকে ফেরত আসার জন্য সাহায্য চেয়ে ১৯৯ জনের থেকে অনুরোধ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷
ইউক্রেনে আটকে পড়া সেই সব বাংলার মানুষদের তথ্য কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার জন্য নবান্নে তৈরি হয়েছে কন্ট্রোল রুম। গতকাল থেকে জরুরি ভিত্তিক এই পরিষেবা চালু হওয়ার পরই বহু মানুষ তাঁদের আপনজনের খোঁজে ফোন করেছেন হেল্প লাইন নম্বরে । পুরো বিষয়টি নিয়েই উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার সন্ধেবেলা টুইট করে মুখ্যমন্ত্রী জানানেল, এখনও পর্যন্ত বাংলার ১৯৯ জনের তথ্য বিদেশ মন্ত্রকের কাছে তুলে দেওয়া হয়েছে।
Our government has set up a dedicated Control Room at Nabanna for helping the students & people from Bengal stranded at Ukraine.(1/4)
— Mamata Banerjee (@MamataOfficial) February 26, 2022
প্রসঙ্গত, যেসব বাঙালিরা আটকে রয়েছেন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে, তাঁদের সাহায্য করারও চেষ্টা করা হবে। সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। কন্ট্রোল রুমের নম্বর হল: ২২১৪৩৫২৬, ১০৭০।
এদিন সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ‘আমাদের সরকার ইউক্রেনে আটকে থাকা বাঙালি নাগরিক ও পড়ুয়াদের সাহায্যের জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে থাকা এমন বাংলা ১৯৯ জনের তথ্য বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
উল্লেখ্য, রোমানিয়া থেকে কিছু ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। মুম্বই ও দিল্লিতে নামবে বিমানগুলি। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ফ্রি এয়ার টিকিট ও বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এর জন্য একটি বিশেষ দল বিমানবন্দরে থাকছে।’
তবে এখনও তবে ইউক্রেনে কতজন আটকে আছেন, এ নিয়ে এখনও পর্যন্ত সব তথ্য নবান্নের কাছে। তাই অবিলম্বে সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। যত দ্রুত সম্ভব নিজের নিজের জেলায় কতজন ইউক্রেনে আটকে আছে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের।