Ukil Burman: অবশেষে ঘরে ফিরলেন উকিল বর্মন

0
13

ঘরে ফিরলেন বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মন (Ukil Burman)। শীতলকুচি থানায় এলেন বুধবার রাতে। তাঁর ঘরের ফেরার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

https://x.com/SuvenduWB/status/1922677005495246951?t=5C8Y8B_R7Pcli8vI035gqA&s=19

কাঁটাতারের ওপারে জমিতে কাজ করতে যাওয়া কৃষক উকিল বর্মনকে এপ্রিলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। টানা বেশ কিছুদিন বিজিবির সঙ্গে বিএসএফের ‘ফ্ল্যাগ মিটিং’ হলেও  উকিলকে মুক্তি দেয়নি বাংলাদেশ৷ জানা যায়, কাঁটাতারের ওপার থেকে তুলে নিয়ে যাওয়া কৃষককে উদ্ধার করেছে বিজিবি। উকিলের স্ত্রী শোভা বর্মন-সহ গোটা পরিবার ভেঙে পড়ে। সংসারে উকিলের আয়ই ছিল একমাত্র ভাত জোগারের পথ। ফলে তাঁকে আটক করায় রীতিমতো চাপে পড়ে বর্মন পরিবার।

উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব প্রথম থেকেই আশ্বাস দিয়েছিলেন, বিএসএফ ও পুলিশ চেষ্টা করছে কৃষককে ফেরাতে। তাঁরা একশোভাগ নিশ্চিত ছিলেন উকিল বর্মন দ্রুত বাড়ি ফিরবেন। এপ্রিল পেরিয়ে মে মাস চলে আসায় শাসক দলের তরফে চাপ সৃষ্টি করা শুরু হয়। কোচবিহারের স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শীর্ষ নেতৃত্ব এনিয়ে কটাক্ষ করতেও শুরু করেন। রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘বলা হচ্ছে হিন্দু ধর্ম নাকি বিপদে। উকিল বর্মনকে বাংলাদেশিরা নিয়ে গেছে। কোথায় শুভেন্দু অধিকারী?’

এদিন এই শুভেন্দুই প্রথম উকিল বর্মনের ফেরার খবর সকলের সামনে আনেন। রাজ্যের কৃষককে ঘরে ফেরানোর জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

বুধবার একদিকে পাকিস্তান থেকে ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম। অন্যদিকে বাংলাদেশ থেকে ফিরলেন উকিল। বাংলার কাছে এদিন বিশেষ হয়ে থাকবে তা বলা বাহুল্য। 

Previous articleWeather Update আর মাএ কয়েক ঘণ্টা – ঝেঁপে নামবে বৃষ্টি , উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তে বাংলার ৪ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
Next articleAllegations, beating , SSC unemployed teachers, bikash Bhavanশিক্ষকদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার! চাকরিহারাদের হেলমেট দিয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় সব্যসাচী দত্তও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here