Plane Crash : বড় দুর্ঘটনা,এক দিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার তিনটি বিমান

0
972

দেশের সময় ওয়েবডেস্কঃ এক দিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার তিনটি বিমান। রাজস্থানের ভরতপুরে বায়ুসেনার বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, শনিবার সকালে বড় দুর্ঘটনার খবর এল মধ্যপ্রদেশের মোরেনা জেলা থেকে। বায়ু সেনার লড়াকু বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে পড়েছে। স্থানীয় সূত্রের দাবি, দুটি যুদ্ধ বিমান পর পর ভেঙে পড়েছে৷ একটি মিরাজ ২০০০ গোত্রের যুদ্ধ বিমান। অন্যটি সুখোই ৩০ (থার্টি)। এ ব্যাপারে ভারতীয় বায়ুসেনার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।

শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে বায়ুসেনার বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

শনিবার সকালে মহড়ার সময় ভেঙে পড়ে Sukhoi-30 ও Mirage 2000 ফাইটার জেট। কী ভাবে দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি Sukhoi-30 সবচেয়ে বড় ফ্লিট রয়েছে ভারতীয় বায়ুসেনার হাতে। অন্যদিকে ফরাসি সংস্থা Dassault Aviation তৈরি Mirage 2000-ও দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে ভারতীয় বায়ুসেনা। ২০১৯-এ পাক অধিকৃত কাশ্মীর বা PoK-র বালাকোটের জঙ্গি আস্তানায় এয়ার স্ট্রাইকের সময় Mirage 2000 ব্যবহার করেছিল বায়ু সেনা।

উল্লেখ্যে ,শনিবার রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। যদিও উদয়পুর থেকে ভরতপুরের দূরত্ব ৫০০ কিলোমিটারের বেশি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী রাজ্যে নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই দিনই রাজস্থানের ভরতপুরে (ভেঙে পড়ে চার্টার্ড বিমান ৷

প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে বলে অনুমান। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।

Previous articleUSA News: আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যা ! ফিরল জর্জ ফ্লয়েড স্মৃতি
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here