Trinamool MP: তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, উত্তেজনা নওদায়

0
758

দেশের সময় ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর । এই ঘটনায় বুধবার দুপুরে উত্তেজনা ছড়ায় নওদার পিঁপড়েখালি বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানাগেছে, নিহত শিশু হাসিম সরকারের(৬) বাড়ি নওদার গঙ্গাধারি উত্তর শেখপাড়া এলাকায়। এদিন মায়ের সঙ্গে পিঁপড়েখালি এলাকায় একটি ব্যাঙ্কে গিয়েছিল সে। তার মা যখন ব্যাঙ্কের কাজ সারছিলেন সেইসময় হাসিম একাই বেরিয়ে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ওই পথেই বহরমপুর যাচ্ছিলেন সাংসদ আবু তাহের। তখনই তাঁর গাড়ি শিশুটিকে ধাক্কা মারে। সাংসদ নিজেও তখন গাড়িতে ছিলেন।

তড়িঘড়ি তিনি গাড়ি থেকে নেমে এসে শিশুটিকে তুলে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন হাসিমের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “ওর মা ছিল না সঙ্গে। এদিকে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল, এপার-ওপার করতে গিয়ে এ ঘটনা ঘটে গিয়েছে। ওর মা ব্যাঙ্কের কোনও একটা কাজে এসেছিলেন। বাচ্চাটাও সঙ্গে ছিল। কিন্তু, কোনওভাবে রাস্তায় এসে যায়। দুর্ঘটনার পরেই এলাকায় ৫০-৬০ জন চলে আসেন। কিন্তু তখনও মায়ের দেখা পাওয়া যায়নি। অনেক পরে তিনি আসেন। আমি ঘটনার পরই তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে করে তুলে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার-নার্সরাও তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন।”  আহত শিশুর কাকা প্রমী সরকার বলেন, “এমপি-র গাড়িতে ধাক্কা লেগেছে। বাচ্চাটা খেলা করছিল। তখনই দুর্ঘটনা ঘটে যায়। গাড়িটা বেশ জোরে আসছিল। দুর্ঘটনার পর সাংসদই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসেন।” 

দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষ। শুরু হয় বিক্ষোভ। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Previous articleTamannaah Bhatia: বিয়ের পিঁড়িতে তামান্না? পাত্র কে জানেন!
Next articleONGC : খনিজ তেলের সন্ধানে মাটি পরীক্ষা শুরু হতে আশায় বনগাঁবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here