Tree planting বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি: দেখুন ভিডিও

0
134

দেশের সময়: সরকার আছে। আইন আছে। তবু কেউ নেই প্রকৃতি, পরিবেশের। মানুষের। বিষ জল, স্থল, বাতাসে।পরিবেশ বজায় রেখে উন্নয়নের জন্য সওয়াল এখন সারা বিশ্বেই। কিন্তু এসবের মধ্যেই শনিবার সীমান্ত শহর বনগাঁয় দেখা গেল অন্য দৃশ্য । যাঁদের রুজি রুটি গাছ কাটা ,তাঁরাই এদিন বৃক্ষ রোপণ ও বিতরণ করলেন । বর্ণাঢ্য শোভাযাত্রা করে বনগাঁ শহর পরিক্রমা করে পরিবেশ সচেতনতা বাড়াতে প্রায় ৫০০০ ফল ও বিভিন্ন ধরনে চারা গাছ সাধারণ মানুষের হাতে এদিন তুলেদেন বলে জানান , বনগাঁ মহকুম টিম্বার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক মণী নন্দী । দেখুন ভিডিও

এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় মণীষাঙ্গণ প্রাঙ্গণে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, পুর প্রধান গোপাল শেঠ সহ বনগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি বিনয় সিংহ ও বনগাঁ মহকুম টিম্বার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য I

Previous articleMD Shahidul  Arefin রাজ্যের বিখ্যাত বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে পুরস্কৃত মো: শাহীদুল আরেফিন
Next articleDVC Water Release রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসির? ক্ষুব্ধ নবান্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here