Train Service: বনগাঁ-শিয়ালদহ লাইনে ট্রেন বিভ্রাট,চালককে মারধরের চেষ্টা , ভোগান্তি যাত্রীদের

0
1207

দেশের সময় , বারাসত: শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বনগাঁ থেকে শিয়ালদহগামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়িয়ে যায়।

বাতিল হয় আরও বেশ কয়েকটি ট্রেন। তার মধ্যেই দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামনগাছি স্টেশনে ওই ট্রেনের চালককে গালাগালি এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ঝামেলার সূত্রপাত হতেই ওই ট্রেন চালক বার বার আরপিএফের সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে খবর, স্টেশনে আরপিএফ না থাকার কারণে পরিস্থিতি জটিল হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। ৭টা নাগাদ আবার ট্রেন চলাচল শুরু হয়। তবে সব ট্রেনই এক ঘণ্টা মতো দেরিতে চলছে।

তবে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং যেগুলি চলছে তার সবই প্রায় এক ঘণ্টা করে লেট। সব মিলিয়ে প্রবল সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের৷

Previous articleBongaon Kumudini Uchcha Balika Vidyalaya : ‘নিয়মিত স্কুলে আসেন না, ক্লাস নেন না, প্রতিবাদ করলেই সুন্দরবনে বদলির হুমকি’,তৃণমূল কাউন্সিলরের শিক্ষক স্বামীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের :দেখুন ভিডিও
Next articleWeather Update : আজও ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, প্রবল বর্ষণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মুম্বই-তেলেঙ্গনায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here