দেশের সময়, বনগাঁ: পাচারের আগেই একশোরও বেশি কচ্ছপ উদ্ধার করল বন দফতর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। ধৃত দুই পাচারকারীর নাম সুমিত হালদার ও শম্ভু ঘোষ। ক্রেতা সেজে বনগাঁর নিউ মার্কেট থেকে দুই পাচারকারীকে হাতেনাতে ধরা হয়। আজ ধৃত দু’জনকে বনগাঁ আদালতে তোলা হবে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তাঁদের কাছে খবর আসে বনগাঁ নিউ মার্কেট থেকে বেশ কিছু কচ্ছপ পাচার করার ব্যাপারে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর নিউ মার্কেট অভিযান চালায় বন দফতরের আধিকারিকরা। ক্রেতা সেজে বন দফতরের আধিকারিকরা হাজির হন ওই দুই পাচারকারীর কাছে। হাতেনাতে ধরে ফেলা হয় দুই পাচারকারীকে। উদ্ধার করা হয় একশোরটি বেশি বিরল প্রজাতির কচ্ছপ।
কচ্ছপগুলিকে উদ্ধার করে ধৃত দুজনকে বারাসতে জেলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। ধৃতদের সোমবার বনগাঁ আদালতে পেশ করা হবে। কচ্ছপগুলি সঠিক কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল তা এখনও জানা যায়নি। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে কিনা সে ব্যাপারেও তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে। তবে বন দফতর আশাবাদী ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আসল হদিশ পাওয়া যাবে। এই ঘটনা জেলায় আগেও দেখা গিয়েছিল।
আগে উদ্ধার করা হয় প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির। ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে কচ্ছপ। ঘটনায় গ্রেফতার করা হয় দুই পাচারকারী।
প্রসঙ্গত, গত মে মাসেও পাচারের আগে উদ্ধার করা হয় প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ। ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা স্বরূপনগর চারঘাট এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে কচ্ছপ। ঘটনায় গ্রেফতার করা হয় দুই পাচারকারী।
গোপন সূত্রে বন দফতরের কাছে খবর আসে যে ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে কয়েক লাখ টাকার বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত করা হচ্ছে। বারাসাত, বনগাঁ ও বসিরহাটের বন দফতরের আধিকারিকরা একসঙ্গে গোপন অভিযান চালায়। জানা গেছে প্রায় পাঁচশোটি বেশি কচ্ছপ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে ৷
এর আগেও মালদার গাজোলের এক মাংস বিক্রেতার কাছ থেকে উদ্ধার হয় ১৯টি কচ্ছপ। পাচারকারীকে ধরতে ক্রেতা সেজে অভিযান। তাতেই সাফল্য পায় বন দফতর।
গাজোলে কচ্ছপের মাংস বিক্রেতা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি বড় আকারের এবং ১৪টি ছোট আকারের কচ্ছপ। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করে পুলিশ।