Tornado: ফের টর্নেডো! অশোকনগরে ঝড়ে গুঁড়িয়ে গেল১৭টি বাড়ি আহত ২

0
1511

দেশের সময় ওয়েবডেস্কঃ ফের বাংলায় তাণ্ডব চালাল টর্নেডো ৷ফের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা। বৃহস্পতিবার সকালে অশোকনগর পুরসভার ২২ নং ওয়ার্ডের শক্তিনগর এলাকায় আচমকা টর্নেডো হয়। কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ১৭টি বাড়ি পুরো ভেঙে গিয়েছে। কিছু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন।বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের দাপট যেন থামছেই না।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ এই টর্নেডো দেখা যায়। অশোকনগর থানা এলাকার গুমার খ্রিস্টান পাড়া ও কালিকাপুর এলাকায় তাণ্ডব চালায় এই টর্নেডো। ৩ থেকে ৪ মিনিট ছিল টর্নেডোর স্থায়িত্ব। তার ধাক্কায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। রইল ছবি:

ছবি সৌজন্যে চৈতালী মৈত্র ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে তাঁরা প্রথমে একটি কালো হাওয়া দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই দুটি গ্রামের বহু বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও তাঁদের অনেক ক্ষতি হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা।

অশোকনগর বিধানসভার ১৪ নম্বর, ১৫ নম্বর, ২২ নম্বর সোমলক্ষ্মী কলোনি ও গুমার একাংশ এলাকায় টর্নেডো হয়। ঠিক হালিশহরের মতো এই ঘূর্ণিঝড় আবার দেখা গেল উত্তর ২৪ পরগনা অশোকনগর এলাকায়। নিমেষের মধ্যে প্রায় ২০ থেকে ৩০টি বাড়ির চাল হাওয়ায় উড়ে যায়।ঘটনাস্থল পরিদর্শনে অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী।

অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন , ঝড়ের কবলে পড়ে যেসমস্ত বাড়ি ভেঙেছে তাঁদেরকে সব রকম সাহায্য করা হবে সরকারের পক্ষথেকে-ছবি:দেবানন্দ পাইন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে আচমকাই ব্যান্ডেল ও হালিশহরে টর্নেডো হয়। আকাশ কালো করে ধেয়ে আসতে দেখা যায় ঝড়।। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চলে  ব্যান্ডেল চার্চ সংলগ্ন এই এলাকায়। ভেঙে পড়ে দোকানপাট-গাছপালা। একইভাবে কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ হয়। একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার টর্নেডোর প্রভাবে হালিশহর ও ব্যান্ডেলের প্রায় ৪৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার দু’দিন পরেই ফের টর্নেডোর তাণ্ডব দেখা গেল রাজ্যে।

প্রসঙ্গত, বুধবার ওড়িশায় আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস । বালেশ্বরের কাছে ধামরায় আছড়ে পড়ে ইয়াস। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘা । ইয়াস ও ভরা কোটাল-এই দুইয়ের জেরে বাংলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক নদীবাঁধ ভেঙে গিয়েছে। ইয়াস চলে গেলেও এখনও বাংলায় বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী ২৮ মে হেলিকপ্টারে করে হিঙ্গলগঞ্জ পরিদর্শন করবেন মমতা। সেখান থেকে যাবেন সাগর ও দিঘায়। দিঘায় রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৯ তারিখ কলকাতায় ফিরবেন মমতা, এমনটা জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই মৌসম ভবন পূর্ব ভারতের ৫ রাজ্যে টর্নেডোর সর্তকতা জারি করেছে। যার মধ্যে রয়েছে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশ। গতকাল আবহবিদদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী নিজে টর্নেডো হতে পারে বলে জানিয়েছিলেন। আর আজ ফের রাজ্যে টর্নেডো তাণ্ডব চালালো। এর জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Previous articlePHOTO FIGHT- EDITOR’S CHOICE PICTURE: ফোটো ফাইট
Next articleরাজ্যে লকডাউনের মেয়াদ কি বাড়বে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here