TOOFAN BENGALI MOVIE বাংলাদেশের পর এবার তুফান এপার বাংলায়

0
141
সঙ্গীতা চৌধুরী , কলকাতা

বাংলায় মুক্তি পেল সাকিব খান অভিনীত নতুন ছবি ‘তুফান’। বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার এপার বাংলায়ও একটা ঝড় উঠবে এমনটাই আশা করা যাচ্ছে। ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি। এই ছবির অন্যতম নায়িকা টলিউডের মিমি চক্রবর্তী। ছবিতে সাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবির অপর নায়িকা বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

পরিচালক রায়হান রাফি। ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী বানিজ্যিক ছবি। এখানে অভিনেতা চঞ্চল চৌধুরী একজন দায়িত্বপ্রাপ্ত সিআইডি অফিসারের ভূমিকায় রয়েছেন। ছবিতে শাকিব খানের একটি চরিত্র হলো নব্বই দশকের বাংলাদেশি গ্যাংস্টার তুফান। আর অপর চরিত্রের নাম শান্ত, একজন উচ্চাকাঙ্খী অভিনেতা। অন্যদিকে মিমি তুফানের সঙ্গী এবং চলচ্চিত্র অভিনেত্রী। মাসুমা রহমান নাবিলা একজন কস্টিউম ডিজাইনার এবং শান্তর বান্ধবী। দুই দেশেই ছবির চিত্রগ্রহনের কাজ হয়েছে।

ছবিটি বাংলাদেশে ইতিমধ্যেই বানিজ্যিক সাফল্যের দিক থেকে অনেক রেকর্ড ভেঙেছে। বাংলাদেশের প্রথম ছবিতে এমন সাফল্যে দারুণ খুশি অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি মুক্তির আগে কলকাতায় এসে বাংলাদেশের সুপারস্টার জানান,’ দুই দেশের সুন্দর কোলাবরশনে ছবিটি তৈরি হয়েছে।

এই ছবি কিন্তু বাংলা ছবির উন্নয়নের কাজ করছে, কী ভাবে বাংলা ছবিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সে দিকটা ভাবা হয়েছে। এই কাজটা করেছে এপার বাংলার এসভিএফ আর ওপার বাংলার চোরকি, আলফা – আই।’ ছবির দুটো গান দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার ছবির প্রিমিয়ার শো এ সুপারস্টারের উপস্থিতিতে কলকাতার সাউথ সিটি মলের আইনক্স- এ তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। টলিপাড়ার বহু অভিনেতাকেও সেখানে দেখা যায়। এখন দেখা যাক ‘লাগে উরা ধুরা’ আর ‘ দুষ্টু কোকিল’- এর সুরে এপার বাংলা কতটা মজে !

Previous articleতাঁর ডিজাইন করা পোশাকে সাজেন বলিউড সুন্দরীরা! দেশের প্রথম রূপান্তরকামী পোশাক শিল্পী স্বপ্নীল , স্বপ্নীল থেকে কীভাবে সায়শা হলেন তিনি?  কেমন ছিল জার্নিটা?
Next articleRathayatra দিঘায়  জগন্নাথদেবের মন্দির উদ্বোধন এ বছর নয় ,রথের চাকা গড়াবে পরের বছর ,ঘোষণা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here