TMCP Foundation Day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা মমতা-অভিষেকের

0
368

দেশের সময় ওয়েবডেস্কঃ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি, গরু-কয়লা পাচার মামলা, ভোট পরবর্তী হিংসা মামলা সবমিলিয়ে বাংলায় অস্বস্তিতে শাসক দল তৃণমূল। তবে ২০২৪ সালকে পাখির চোখ করে এগোতে চাইছে দল। লোকসভা নির্বাচনে যেন দলের ভাবমূর্তি কোনওভাবে ক্ষুণ্ন না হয় সেদিকে নজর দিচ্ছে তৃণমূল। তাই ২৮ অগস্ট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ সেই লক্ষ্য নিয়ে লড়াই শুরু করবে।

২৮ অগস্ট, রবিবার সকাল থেকেই শাসক দলের ছাত্র ও যুব সংগঠনের মধ্যে সাজো সাজো রব। এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিচ্ছে। সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাৎ, আজ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

প্রসঙ্গত, রবিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হলেও এই উপলক্ষে উৎসব পালিত হবে সোমবার অর্থাৎ ২৯ অগাস্ট। ওইদিন কলকাতার মেয়ো রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷


দলীয় সূত্রে খবর, কমিয়ে দেওয়া হতে পারে টিএমসিপি সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কলেজ উত্তীর্ণরাই ছাত্র পরিষদের একাধিক কর্মসূচিতে সামনের সারিতে থাকছে। তাঁরাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলিকে চালাচ্ছে। অধিকাংশেরই বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। ফলে পার্টির অন্দরেই এর পরিবর্তনের দাবি তোলা হয়েছে।

তরুণ প্রজন্মের উপর আরও বেশি করে দায়িত্ব দিতেই এবার ২৫ বছর পর্যন্ত টিএমসিপি-র সদস্যদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হতে চলেছে। তবে রাখা হয়েছে বয়সের নিম্নসীমাও। ২০-২১ বছর বয়সের কাউকে সংগঠনে নেওয়া হবে না। রুণ প্রজন্মকে আরও বেশি করে সুযোগ দিতেই এবার সদস্যদের বয়সের সীমা ২৫-এ নামিয়ে আনা হতে পারে বলে দলীয় সূত্রের খবর। ২৯ তারিখ এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলেও জানা যাচ্ছে।

রবিবার সকাল সকালই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বার্তা পৌঁছে গেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান।’

এদিন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশ থেকে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনের ছাত্র সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য মুখিয়ে আছে তৃণমূলের যুব সমাজ, এমনটাই জানিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘গণতন্ত্রের প্রকৃত চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদাই প্রশংসিত।’

দলের তরফ থেকে টুইট করে প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানানো হয়েছে। ‘আমরা নিশ্চিত যে সদস্যরা তাঁদের নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

Previous articleUttarpradesh: মায়ের কোল থেকে৭ মাসের শিশু চুরি করে ট্রেনে চেপে পালাল চোর, দেখুন ভিডিও
Next articleWeather Update:রাজ্য জুড়েই বর্ষণের পূর্বাভাস , ডার্বি নিয়ে চিন্তায় ফুটবল প্রেমীরা ,রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here