TMC MLA Narayan Goswami  মঞ্চে অপ্রকৃতিস্থ ,অশ্লীল আচরণ!অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ তৃণমূল নেত্রীর

0
7

দেশের সময় , উত্তর ২৪পরগনা :একটি সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের অশোকনগরের বিধায়ক তথা  উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় নারায়ণের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

তৃণমূল মনে করছে, বিধায়ক মঞ্চে এমন কিছু মন্তব্য করেছেন, যা দল মান্যতা দেয় না। এমনকি অনুষ্ঠানের সময় এক মহিলার উদ্দেশেও তিনি টিপ্পনী করেছেন বলে অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে খবর, এই ঘটনাকেও ভাল চোখে দেখছে না দল। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন, অবিলম্বে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দলের উত্তর ২৪ পরগনা জেলা সংগঠনের শৃঙ্খলারক্ষা কমিটিকে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দলের নেতা, কর্মী, বিধায়ক এবং সাংসদদের জন্য শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল। তখনই দলের প্রত্যেক নেতা, কর্মী থেকে জন প্রতিনিধিদের তৃণমূল নেত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে সকলকেই। তা না হলে পড়তে হবে কড়া শাস্তির মুখে।


জানা যাচ্ছে, সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশ্লীল আচরণ করেন বিধায়ক। এমনকী মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তিও করেন বলে অভিযোগ। এ বিষয়ে সোশ্যাল মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা দেশের সময় অনলাইন  যাচাই করেনি)।

এ ব্যাপারে জনমানসেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরই নেতৃত্বরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই অনুষ্ঠানে অসংলগ্ন অবস্থায় হাজির হয়েছিলেন নারায়ণ। বিষয়টি জানতে পেরে চরম ক্ষুব্ধ হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে জেলা নেতৃত্ব।

দলের তরফে আগেই জানানো হয়েছিল, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কাজকর্ম করলে প্রথমে তিনবার সাসপেন্ড এবং তাতেও না শুধরালে দল থেকে বহিষ্কার করা হবে। নারায়ণের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা জেলা নেতৃত্ব খতিয়ে দেখছেন বলে জানান জয়প্রকাশ।

Previous articleS Jaishankarভারতই প্রথম বন্ধু, জয়শংকরের সঙ্গে প্রথম বৈঠক সেরে বার্তা দিল ট্রাম্পের সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here