TMC MLA: ‘ন্যাড়া’ হওয়ার চ্যালেঞ্জ ছু়ড়লেন অশোকনগরের তৃণমূল বিধায়ক?

0
860

দেশের সময় অশোকনগর: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে পারদ ততই চড়ছে। রাজনৈতিক নেতাদের গলায় শোনা যাচ্ছে আক্রমণ-পাল্টা আক্রমণের কথা। এমন আবহে এবার বিজেপিকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়লেন অশোক নগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।

মঙ্গলবার একটি প্রতিবাদ অনুষ্ঠান থেকে ঘাসফুলের বিধায়ক বললেন যে, ৭০ হাজার আসনের মধ্যে ৩৫ হাজারে প্রার্থী দিতে পারলে তিনি নিজের মাথার চুল কেটে ন্যাড়া হয়ে যাবেন।

গতকাল উত্তর ২৪ পরগনার অশোকনগর ঈশ্বরী গাছা এলাকায় তৃণমূল একটি যোগদানের অনুষ্ঠান করেন। সেখানে আইএসএফ ছেড়ে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বেড়াবাড়ি পঞ্চায়েতে ঈশ্বরী গাছা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিভার সভা আয়োজন করা হয়। সেখানে বকেয়া ১০০ দিনের টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

ওই সভায় অশোকনগর বিধানসভার আইএসএফ দায়িত্বে থাকা ইমরান খান তৃণমূলে যোগদান করেন। এরপরই নারায়ণ গোস্বামী বলেন, “সারা বাংলায় ৭০ হাজার আসন রয়েছে। বিজেপি প্রার্থী দিতে পারবে নাকি? তার মধ্যে ৩৫ হাজার প্রার্থী দিতে পারলে আমি সারা জীবন মাথায় চুল রাখব না। যখনই দেখা হবে দেখবেন আমার ন্যাড়া।

আইএসএফ ৫ শতাংশ পারবে। সিপিএম-এর অবস্থাও বিজেপি-র মতো। আসলে প্রার্থীই পাবে না খুঁজে তারপর বলবে তৃণমূলের দাপটে আমরা প্রার্থীই দিতে পারিনি বন্ধুগণ।” 

প্রসঙ্গত, এ দিন অশোকনগর বিধানসভা সাতটা অঞ্চলে প্রায় ৫০০ জন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করেন বিধায়ক নারায়ণ গোস্বামী হাত ধরে।

Previous articleAbhishek Banerjee: আমিই পাহারাদার, যারা ব্যালট ভাঙছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে: অভিষেক
Next articleweather update: ৫০-র কোঠা পার করবে পারদ! চরম সতর্কতা আবহাওয়া দফতরের,বঙ্গে ফের তাপপ্রবাহ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here