দেশের সময় ওয়েবডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগেই দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৭ মার্চ কালীঘাটে হবে ওই বৈঠক। দলের শীর্ষ নেতৃত্বকে ডাকা হয়েছে সেই বৈঠকে। ওই বৈঠকে আগামী পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক শীর্ষনেতা ফোন পেয়েছেন কালীঘাটের ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য। তবে সমস্ত বিধায়ককে ডাকা হবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। দলীয় সূত্রের খবর, মূলত দলের উঁচুতলার নেতাদের ডেকেই বিশেষ কোনও বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সাগরদিঘি উপনির্বাচনে শাসকদলকে হারতে হয়েছে। জানা গেছে. এই নিয়েও পর্যালোচনা করা হবে ওই বৈঠকে। শুধু সাগরদিঘি নয়, আগামী কয়েক দিনের মধ্যেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেই জন্যই তার আগে দলের নেতাদের ডেকে একবার সাংগঠনিক শক্তি ঝালাই করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয়, এই বৈঠকে কী বার্তা রাখেন তাঁরা।
শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই যেভাবে একাধিক কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়েছে, তার মোকাবিলা করার পথ নিয়েও বৈঠকে আলোচনা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে ১৭ তারিখের এই বৈঠক নিয়ে সব মহলেই কৌতূহল ঘনিয়েছে। কারণ গত কয়েক মাসে রাজ্যের একাধিক দুর্নীতিতে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। অনেকে আবার জেলও খাটছেন। এই অবস্থায় এমন জরুরি দলীয় বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও তৃণমূল সূত্রের খবর, পুরোটাই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কেন্দ্রিক বৈঠক হতে চলেছে।