TMC: জেলা সংগঠনে ব্যাপক রদবদল, সভাপতি-চেয়ারম্যানদের নাম ঘোষণা করল তৃণমূল, রইল তালিকা

0
6

শুক্রবার বিকালে আচমকা এল খবরটা। জেলায় জেলায় সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করে ফেলল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকা চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।

রাজ্যে বেশ কিছু জেলায় সভাপতি ও চেয়ারম্যান বদল করে শুক্রবার তালিকা প্রকাশ করে দিল তৃণমূল।

নতুন তালিকায় নজরে পড়ার মতোই কিছু ঘটনা রয়েছে। যেমন শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলা। কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হল। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।

জেলা সভাপতি বদল করা হল হাওড়াতেও। হাওড়া গ্রামীণে জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেন। তাঁকে সরানো হয়নি। তবে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে দেওয়া হয়েছে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি পদ। তবে হাওড়া সদরে চেয়ারম্যান পদে থাকছেন মন্ত্রী অরূপ রায়।

সভাপতি ও চেয়ারম্যান বদলের তালিকাটি যেমন – 

Previous articleBikash Bhawan Protest: ‘সাত ঘণ্টা ধৈর্য ধরেছিল পুলিশ, কিন্তু আন্দোলনকারীরা সরেননি’, আমরাসংযত ছিলাম , চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছি : কলকাতা পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here