দেশের সময় ,বনগাঁ: ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ কর্মসূচি সফল করতে এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলার উদ্যোগে অভিনব মিছিল হল বনগাঁ শহরে। দেখুন ভিডিও
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুন করেছেন। সেই কারণে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে সোমবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন শতাধিক মহিলা।
এদিন সকাল দশটা নাগাদ বনগাঁর ত্রিকোন পার্ক থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে লক্ষ্মীর ঘট হাতে নিয়ে উপস্থিত ছিলেন কয়েক হাজার মহিলা। ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, জেলা সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।
মিছিলটি শহর পরিক্রমা করে বনগাঁ স্টেশন সংলগ্ন পর্যন্ত মাঠে শেষ হয়।আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডে ‘জনগর্জন’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তার সমর্থনেই এই মিছিল।