দেশের সময় , বনগাঁ: ‘ গোবরাপুর আরেক থিয়েটার ‘ এর উদ্যোগে বনগাঁ ঠাকুরপল্লী বনবিহারী কলোনি প্রাথমিক বিদ্যালয়ে এক দিনের ‘নাট্য কর্মশালা ‘ অনুষ্ঠিত হল সম্প্রতি৷ এবারের কর্মশালায় প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীদেরকে থিয়েটার গেমের মাধ্যমে নাচ, গান, নাটক শেখানোর আয়োজন করা হয়।
সংস্থার পক্ষে সুকান্ত শর্মা বলেন আমাদের লক্ষ্য এই রকম কর্মশালা আয়োজন করার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতিমনস্কতা ও সংস্কৃতি চেতনার উন্মেষ ঘটানো। তিনি আরও বলেন ভবিষ্যতে এই রকম কর্মশালা আরও আয়োজন করা হবে।সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুপালি,সুবান্ত,তৃষা,রাখি,গোপা,সুনিতি ,অর্ঘ্য,অমৃক,সিন্টু, অর্ণব ,শিবা৷
স্কুলের তরফ থেকে প্রধান শিক্ষিকা রত্না পাল এবং সহ-শিক্ষক সত্যকি চক্রবর্তী,পার্থ প্রতিম রায় এবং দেবরাজ হালদার সহ অন্যান্যরা আরেক থিয়েটার কে ধন্যবাদ জানান এবং প্রত্যেক বছর একটা করে কর্মশালা করবার অনুরোধ রাখেন।