The kashmir files: প্রত্যেক ভারতীয়র ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখা উচিত, মন্তব্য করলেন আমির খান

0
554

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে আলোচনার শীর্ষে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার সিনেমা ঘিরে মন্তব্য করলেন অভিনেতা আমির খান।  সম্প্রতি ‘আরআরআর’ ছবির প্রচারে যোগ দিয়েছিলেন আমির। 

দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। তখনই আমির বলেন, এই সিনেমা প্রত্যেক ভারতীয়র দেখা উচিত। এমনকী এই সিনেমাটি বানানোর জন্য বিবেক অগ্নিহোত্রীর প্রশংসাও করেছেন আমির। অভিনন্দন জানিয়েছেন গোটা টিম এবং অভিনেতাদের।

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে আমিরের বক্তব্য, ‘আমি নিশ্চিতভাবে সিনেমাটি দেখব, কারণ দেশের ইতিহাসের সঙ্গে জড়িত এটি। কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নির্মম অত্যাচার চলেছে, তা অত্যন্ত দুঃখজনক। এমন একটি অধ্যায় নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে, যা প্রত্যেক ভারতীয়র দেখা উচিত।

নিরপরাধ মানুষের উপর যে অত্যাচার করা হয়েছিল তা প্রত্যেকের মনে রাখা উচিত।’ আমির আরও বলেন, ‘যাঁরা মনুষ্যত্বে বিশ্বাস করেন, এই সিনেমাটি তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। আমি অবশ্যই সিনেমাটি দেখব। এবং আমি খুব খুশি এত সফলতা পেল সিনেমাটি।’ 

প্রসঙ্গত, দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ইতিমধ্যেই ১৭০ কোটির ব্যবসা করেছে এই ছবি। গুজরাট, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশে করমুক্ত করা হয়েছে সিনেমাটি। কঙ্গনা রানাওয়াত, অর্জুন রামপাল, রিতেশ দেশমুখ, কে কে মেনন, লোকশিল্পী মালিনী অবস্থি সকলেই প্রশংসা করেছেন এই সিনেমার। 

Previous articleAbhishek Banerjee: দিল্লিতে ইডি-র সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলছে জেরা
Next articleChina Plane Crash:চিনে বিমান দুর্ঘটনা, ১৩৩জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here