দেশের সময়ওয়েবডেস্কঃ জম্মু–কাশ্মীরের সোপোর থেকে তিন লস্কর–ই–তৈবা জঙ্গিকে পাকড়াও করল পুলিশ।
শুক্রবার সন্ধেয় বোমাই চকে নাকা তল্লাশি চলছিল। তখনই তিন সন্দেহভাজনকে গোরিপুরা থেকে বোমাইয়ের দিকে আসতে দেখেন যৌথবাহিনীর জওয়ানরা। থামতে বলা হলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল তারা। পিছু ধাওয়া করে তিন জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
আটক করার পর তাদের তল্লাশি চালিয়ে তিনটি হ্যান্ড গ্রেনেড, ন’টি পোস্টার এবং ১২টি পাকিস্তানি পতাকা উদ্ধার হয়। এরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তিন জনই লস্কর জঙ্গি। কাশ্মীরে পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর ছক ছিল তাদের।
পুলিশ এ নিয়ে আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে। ধৃত তিন জঙ্গির নাম শরিফ আসরফ, সাকলাইন মুস্তাক ও তৌফিক হাসান শেখ। ধৃতদের বিরুদ্ধে বোমাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বোমাই চকে ২২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৭৯ ব্যাটলিয়ন এবং সোপোর পুলিশের যৌথবাহিনীর অভিযানে এল বড় সাফল্য।